- Home
- West Bengal
- West Bengal News
- Coronavirus- ২৪ ঘণ্টায় রাজ্যে একলাফে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা ১৫
Coronavirus- ২৪ ঘণ্টায় রাজ্যে একলাফে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা ১৫
- FB
- TW
- Linkdin
অগাস্ট-অক্টোবরের মাঝে বারবার দৈনিক করোনা সংক্রমণ (Covid poisitive) কমে গিয়েও ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করছিল। আর সেই সংক্রমণ গত ২৪ ঘণ্টায় হাজার ছুঁতে চলেছে। মঙ্গলবার দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে ছিল। কিন্তু, গত ২৪ ঘণ্টায় তা আবার বেড়ে গিয়েছে।
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৬জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৭২। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৯ হাজার ৪২।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৭ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৯৭৩।
রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পং ও ঝাড়গ্রামে। এই দুটি জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩। তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলির মধ্যে রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং।
২৪ ঘণ্টায় মালদহে আক্রান্তের সংখ্যা ৪, আলিপুরদুয়ারে ৬, উত্তর দিনাজপুরে ৮, কোচবিহারে ১৩, জলপাইগুড়িতে ২৫, দক্ষিণ দিনাজপুরে ৩০ ও দার্জিলিংয়ে আক্রান্ত ৩২ জন।
রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায়। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৫৯ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হাওড়া ও হুগলি। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৭৯। আর হুগলিতে আক্রান্ত ৭৩ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৭৯ জন।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। ২৪ ঘণ্টায় ঝাড়গ্রামে আক্রান্ত হয়েছেন ৩ জন। আর পুরুলিয়ায় ৫ জন। আর তারপরই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ জন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫টি জেলার বাসিন্দার। তার মধ্যে জলপাইগুড়িতে ৪ জন, নদিয়ায় ২ জন, উত্তর ২৪ পরগনায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। তারই মধ্যে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৭ জন।
কলকাতার পাশাপাশি অন্য জেলাতেও বাড়ছে সংক্রমণ। আর তার জেরেই একাধিক জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মাস্ক না পরলেই করা হচ্ছে গ্রেফতার। ইতিমধ্যেই বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে।