করোনা আবহে কী অবস্থায় পুরুলিয়াবাসী, পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলাশাসক
- FB
- TW
- Linkdin
অর্থনীতির গতি শ্লথ করেছে করোনা ভাইরাস। ভিন রাজ্য়ে কাজ হারিয়ে ঘরে ফিরেছেন পরিযায়রী শ্রমিকরা। তাঁদের পরিবারকে স্বনীর্ভর করার উদ্দেশ্যে মাঠে নেমে সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।
পুরুলিয়ার সুখা মাটিতে চাষ আবাদ করেও স্বনীর্ভর হওয়া যায়। মাঠে গিয়ে চাষের জমির ফসল মহিলাদের স্বনীর্ভরের বার্তা দিলেন জেলাশাসক। অযোধ্য়া পাহাড়ে বান্দোয়ানে প্রত্যন্ত গ্রামে ছুটে গিয়েছেন তিনি। পাহাড় লাগোয়া গ্রামগুলি পরিদর্শন করেন জেলাশাসক।
বাগমুণ্ডি ব্লকের প্রত্যন্ত গ্রামে গিয়ে খতিয়ে দেখলেন গ্রামবাসীদের কী প্রয়োজন। রাজ্য সরকারের প্রকল্পের কাজ সঠিকভাবে চলছে কিনা তাও খতিয়ে দেখলেন জেলাশাসক ও তাঁর টিম।।
পুজোর উপহার হিসেবে বাগমুণ্ডির রাঙা হাইস্কুলে সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল উপহার দেন জেলাশাসক। পুজোর মুখে নতুন সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা।
একশো দিনের প্রকল্পের কাজ পুরুলিয়ায় কীভাবে চলছে। মাটি সৃষ্টির প্রকল্পের কাজে কোনও ফাঁকফোকর আছে কিনা তাও খতিয়ে দেখলেন জেলাশাসক। প্রয়োজনে ব্লক প্রশাসনতে তৎক্ষনাত নির্দেশ দিলেন কাজ দ্রুত শেষ করার।