- Home
- West Bengal
- West Bengal News
- লকডাউনে মরণাপন্ন মায়ের ইচ্ছাপূরণ, স্কুটিতে চাপিয়ে বউ নিয়ে এলেন ডাক্তার ছেলে
লকডাউনে মরণাপন্ন মায়ের ইচ্ছাপূরণ, স্কুটিতে চাপিয়ে বউ নিয়ে এলেন ডাক্তার ছেলে
- FB
- TW
- Linkdin
২ বৈশাখ বিয়ের দিন ঠিক ছিল নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলার চিকিৎসক শ্রীকৃষ্ণ বিশ্বাস এবং কৃষ্ণগঞ্জ শাকদহ গ্রামের তৃতীয় বর্ষের ছাত্রী রাখি দাসের।
কিন্তু, এরমধ্যে বাধ সাধে করোনাভাইরাস মহামারি ও তাকে ঠেকাতে জারি হওয়া লকডাউন। পাত্র-পাত্রী দুই পক্ষ থেকেই বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরমধ্যে গত সপ্তাহে হঠাৎই ডাক্তার শ্রীকৃষ্ণ বিশ্বাসের মা হৃদরোগে আক্রান্ত হন।
মরনাপন্ন মা নতুন বউমার মুখ দেখার জন্য ছেলের কাছে পিড়াপিড়ি শুরু করেছিলেন। শ্রীকৃষ্ণ তার পরিবারের লোকজন নিয়ে রাখিদের বাড়িতে গিয়ে সবকথা খুলে বলেন।
উভয়পক্ষই বিয়েতে রাজি হওয়ায় সোমবার শ্রীকৃষ্ণ নিজেই বরের বেশে স্কুটি চালিয়ে হাজির হন রাখি দাস-এর বাড়িতে। পাত্র পক্ষের তিনজন এবং পাত্রী পক্ষের খুব সামান্য লোকজন উপস্থিত ছিলেন।
সাতপাকে ঘোরাবার জন্য পিড়ি ধরার লোক না থাকায় রাখি নিজেই পায়ে হেঁটে সাতবার প্রদক্ষিণ করেন শ্রীকৃষ্ণকে, হয় সিঁদুর দানও।
শুভ দিনক্ষণ না মানলেও শুধু রেজিস্ট্রি করে নয়, রীতিমতো অগ্নিসাক্ষী করেই বিয়ে করেন তাঁরা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই শ্রীকৃষ্ণ মায়ের কথা রাখতে স্কুটিতে করে নববধূ রাখিকে নিয়ে হাজির হন অসুস্থ মায়ের কাছে।
রাখির দাদা উত্তম দাস জানিয়েছেন, এরকম অনাড়ম্বরভাবে বোনের বিয়ে দিতে তাঁর মন চাইছিল না। কিন্তু, তাঁর শ্রীকৃষ্ণের মা বউ-এর মুখ দেখতে চাইছেন, তিনি মরণাপন্ন। তাই লকডাউনের মধ্যে এরকমভাবেই তিনি বোনের বিয়ে দিতে বাধ্য হলেন।
পাত্রী রাখি দাস জানিয়েছেন, তাঁর শ্বাশুড়িমা দেখার জন্য ছটফট করছেন। তাই এভাবে বিয়ে করলেন তাঁরা। দিনক্ষণ কিছুই না দেখেই বিয়ে করলেন, কারণ মানুষের জীবনটা আগে।
পাত্র ডাক্তার শ্রীকৃষ্ণ বিশ্বাস জানিয়েছেন, লকডাউনের মধ্যেও তাঁরা একেবারে সব নিয়মকানুন মেনেই বিয়ে করছেন। পাশাপাশি মহামারিরোধে যেসব স্বাস্থবিধি মানার কথা বলা হয়েছে, তাও তাঁরা মেনেছেন।