- Home
- West Bengal
- West Bengal News
- আফগান ভাইদের হাতে বাংলার দিদির ছবি দেওয়া 'দিল্লি চলো' রাখি বাঁধল তৃণমূল, দেখুন ছবিতে ছবিতে
আফগান ভাইদের হাতে বাংলার দিদির ছবি দেওয়া 'দিল্লি চলো' রাখি বাঁধল তৃণমূল, দেখুন ছবিতে ছবিতে
- FB
- TW
- Linkdin
২২ অগাস্ট সারা ভারতে পালিত হচ্ছে রাখি উৎসব। এই উৎসবের পিছনে রয়েছে, ধর্ম-বর্ণ-ভাষা ব্যবধান ভুলে ভাই-বোনের পবিত্র সম্পর্কে বেঁধে ফেলার ঐতিহ্য়। আর সেই ঐতিহ্যকেই এদিন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস।
এদিন বলতে গেলে রাজ্যের প্রায় সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালন করে তৃণমূল। রাস্তায় পথচলতি মানুষ থেকে শুরু করে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরও রাখি পরান শাসক দলের কর্মীরা। তারই মধ্য়ে একটু অন্যরকম দৃশ্য তৈরি হল উত্তর ২৪ পরগণার দমদমে।
কাজের সূত্রে, চিকিৎসার জন্য বা অন্য বিভিন্ন কারণে ভারতে এবং বাংলায় আসেন বহু আফগান নাগরিক। দমদম এলাকায় এরকম অনেক আফগান বসবাস করেন। রক্ষাবন্ধনের দিনে তাঁদের হাতে রাখি বেঁধে দিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিল তৃণমূল কংগ্রেস।
তালিবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পরে এখন আফগানদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। ভারতে বসবাসকারী আফগান নাগরিকরা বুঝতেই পারছেন না আদৌ দেশে ফিরে যাওয়া ঠিক হবে কিনা, তাদের পরিবার অক্ষত আছে কিনা। এই অনিশ্চয়তার মধ্যে রক্ষাবন্ধনের এই পবিত্র বার্তা তাদের কিছুটা হলেও মানসিক জোর দেবে, তা বলাই বাহুল্য।
আফগান নাগরিকদের রাখি পরানোর পাশাপাশি এদিন শান্তির বার্তা দিয়ে পদযাত্রাও বের করা হয়। তাতে ছিল সুদৃশ্য একটি ট্যাবলো। তাতে বিশ্ববাংলার প্রতীকের উপর, শান্তির প্রতীক একটি পায়রা রাখা হয়েছিল।
এই শোভাযাত্রায় ছিল বাংলার ঐতিহ্যশালী ধামসা-মাদলও। শোভাযাত্রা থেকে বার্তা দেওয়া হয় - 'শান্তির অমৃত বাণী ফিরুক দেশে দেশ / মিটে যাক সব ঘৃণা সব পুড়ে যাক সব দ্বেষ'।
তবে শুধু আফগান নাগরিকদেরই নয়, তৃণমূল এদিন রাখি পরিয়েছে অন্য়ান্য এলাকাবাসীদেরও। খাওয়ানো হয়েছে লাড্ডু বা অন্য মিস্টি। বিরোধী দলের নেতা-কর্মীরাও হাসিমুখে হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাখি পরার জন্য।
রাখির মধ্য দিয়ে রাজনৈতিক বার্তাও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। এদিন দলের পক্ষ থেকে দলনেত্রীর মুখের ছবি দিয়েই একটি বিশেষ রাখি তৈরি করা হয়। যার উপরে লেখা ছিল, 'দিল্লি চলো'। অর্থাৎ, রাখিতেও তৃণমূল বুঝিয়ে দিল, ২০২৪-এর লোকসভা নির্বাচনই এখন তাদের পাখির চোখ।