ভাত- ডাল থেকে পরকীয়া, বিজেপি-তে গিয়ে কী কী সইতে হচ্ছে শোভন- বৈশাখীকে
First Published Sep 9, 2019, 10:39 AM IST
কখনও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের বলছেন ভাত- ডাল। কখনও আবার দেবশ্রী রায়ের যোগদান নিয়ে তাঁদের কোনও শর্ত মানা হবে না বলেই শোভন- বৈশাখীকে বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এসব তো ছিলই, শেষ পর্যন্ত রবিবার বর্ধমানের একটি সভা থেকে প্রকাশ্যে শোভন- বৈশাখীর সম্পর্ককে পরকীয়া বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নেওয়া যাক, বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই কী কী বিড়ম্বনায় পড়তে হয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে।

দিল্লিতে বিজেপি-তে যোগদানের দিনই বিতর্কের সূত্রপাত। শোভন এবং বৈশাখীর উপস্থিতিতেই বিজেপি সদর দফতরে হাজির হন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। ক্ষুব্ধ শোভন এবং বৈশাখী জানিয়ে দেন, দেবশ্রী বিজেপি-তে যোগ দিলে তাঁরা দল ছাড়বেন।

দেবশ্রী নিয়ে শোভন এবং বৈশাখীর আপত্তি সত্ত্বেও পরে কলকাতায় তাঁর সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেখা করেছেন বলে খবর। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ হন শোভন- বৈশাখী।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন