লকডাউনে সহায় কাউন্সিলর, এবার 'বিনেপয়সা বাজার' বসল রায়গঞ্জেও
| Published : May 11 2020, 07:00 PM IST / Updated: May 11 2020, 07:01 PM IST
লকডাউনে সহায় কাউন্সিলর, এবার 'বিনেপয়সা বাজার' বসল রায়গঞ্জেও
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
করোনা থেকে বাঁচতে ঘরবন্দী থাকা ছাড়া উপায় নেই। কিন্তু দীর্ঘমেয়াদি লকডাউনের জেরে অর্থনীতিতে ধস নামবে না তো? আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
25
প্রতিদিনের রোজগারে যাঁদের সংসার চলে, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাঁরাই। কাজ হারিয়ে দিন কাটছে চরম আর্থিক সংকটে।
35
রায়গঞ্জ শহরের ইন্দিরা কলোনী এলাকায় যাঁরা থাকেন, তাঁদের বেশিরভাগই বিপিএল তালিকাভুক্ত। এলাকায় কাউন্সিলরের উদ্যোগে বসল 'বিনেপয়সার বাজার'।
45
বাজারে ছিল আলু, পটল, কুমড়ো-সহ ৯ রকমের সবজি। শুধু তাই নয়, পরিবারের যতজন সদস্য, ততগুলি ডিমও দেওয়া হচ্ছিল।
55
বাজারে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং-এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের শরীরের তাপমাত্র মেপে নিচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। মাইকে চলছিল সতর্কতামূলক প্রচারও। সামাজিক দূরত্বও বজায় ছিল আগাগোড়া।