- Home
- West Bengal
- West Bengal News
- দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ মহিলা মোর্চা সভানেত্রীর
দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ মহিলা মোর্চা সভানেত্রীর
- FB
- TW
- Linkdin
শিয়রে বিধানসভা ভোটে। রাজ্যে আনাগোনা বাড়ছে বিজেপি সর্বভারতীয় নেতাদের। দিন কয়েক আগে শিলিগুড়িতে ঘুরে গিয়েছেন দলের সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। এবার দু'দিনের সফরে বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার রাতে দমদম বিমানবন্দরে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টার। বিমানবন্দরে রীতিমতো ঢাক-ঢোল বাজিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতা-কর্মীরা। ছিলেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়-এর মতো দলের প্রথমসারির রাজ্য নেতারাও।
লোকসভা ভোটে জঙ্গলমহলের সবকটি আসনে জিতেছে বিজেপি। বৃহস্পতিবার সকালে অমিত শাহের গন্তব্য ছিল, বাঁকুড়া। সেখানে রবীন্দ্রভবনে দলের নেতার কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর মধ্যাহ্নভোজ সারেন স্থানীয় চতুরদিহি গ্রামে, বিভীষণ হাঁসদার বাড়িতে।
কলকাতা ফেরার পর শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়-সহ আরও অনেকে।
করোনা আতঙ্কের কারণে এমনিতে এখন দক্ষিণেশ্বর মন্দিরে আপাতত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। বাঙালি বেশে অমিত শাহ-কে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল-সহ বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।