- প্রচন্ড মানসিক চাপে ভুছেন
- কাজ বা পড়াশুনোয় মন বসাতে পারছেন না
- তাহলে মাথায় রাখুন এই টোটকা
- সহজেই মিলবে সমাধান
অফিসে কাজের ব্যস্ততা, সংসারের প্রয়োজন মেটানো এবং নানা সমস্যার কারণে মানসিক চাপে থাকেন অনেক চাকরিজীবী। তবে অফিস ডেস্কে সবুজ গাছ রাখলে এসব চাপ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা।
সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, কাজের জায়গায় নিজের ডেস্কে যদি একচিলতেও সবুজের ছোঁয়া থাকে, তবে পরিবেশ একটু হলেও বদলাতে বাধ্য। উদ্বেগজনিত সমস্যায় কর্মক্ষেত্রে গাছ রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।
আরও পড়ুনঃ ঘুমানোর ধরনই বলে দেবে আপনার 'যৌনজীবনের Secret', গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য
জাপানের হিয়োগো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সমীক্ষায় বলা হয়, যদি অফিসে ‘ইনডোর প্ল্যান্ট’ থাকে, তাহলে অফিসকর্মীদের মানসিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে। বিশেষ করে যাঁরা নিয়মিত কর্মক্ষেত্রজনিত উদ্বেগ, চাপ, স্ট্রেস ইত্যাদি সমস্যায় ভোগেন, তাঁরা সমস্যা থেকে বাঁচতে নিজেদের ডেস্কে সবুজ গাছ রাখলে ভালো ফল পাবেন।
হার্ট টেকনোলজি জার্নালে প্রকাশিত ওই সমীক্ষায় জাপানের ৬৩টি অফিসের কর্মীরা অংশ নিয়েছিলেন। অফিস ডেস্কে গাছ রাখার আগে ও পরে তাঁদের মানসিক অবস্থা খতিয়ে দেখা হয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে তিন মিনিট বিরতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কর্মীদের। প্রথমবার ডেস্কে গাছ না থাকা অবস্থায় এবং পরেরবার গাছের উপস্থিতিতে।
সমীক্ষায় দেখা গেছে, কাজের মাঝে ছোট ছোট সবুজ চারার দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকলেও চাপ অনেকটা কমে, সবুজ হয়ে ওঠে মন।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 11, 2020, 3:07 PM IST