সংক্ষিপ্ত

  • এশিয়ানেট নিউজ বাংলা প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে
  • কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও করা হবে সম্মানিত
  •  বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও
  • আবাসনের যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, প্রকাশিত হল সেই আবাসনের নাম

 কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে এগিয়ে থাকার লড়াই। আবার তার মাঝে রয়েছে সাবেকিয়ানার নস্ট্যালজিয়াও। আর এই লড়াইয়েই কারা হলেন সেরার সেরা তাই জানাবে 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'। 
এই শারদ সম্মানে কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলির পাশাপাশি বারোয়ারি থেকে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও সম্মানিত করা হবে। এছাড়াও বিশেষভাবে সম্মান জানানো হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও।  এবছরেই 'এশিয়ানেট নিউজ বাংলা' প্রথম এই শারদ সম্মান দিতে চলেছে। ইতিমধ্যেই অনেকেই ফর্ম ফিল আপ করে নাম লিখিয়েছে এই প্রতিযোগিতায়। ফর্ম জমা দেওয়ার শেষ দিন অতিক্রম করার পরেও বহু ক্লাব থেকে অংশগ্রহণের অনুরোধ আসায় বাড়ানো হয়েছিল ফর্ম জমা দেওয়ার সময়সীমা। কলকাতার আবাসনের যে সমস্ত পুজো 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে থেকে প্রথম বাছাই পর্বে আবাসনের নাম প্রকাশিত করা হল। 

  • সানি ব্লিস পুজা কমিটি
  • এন্টালি সানরাইজ এস্টেট
  • শকুন্তলা পার্ক রেসিডেন্স
  • রামকৃষ্ণ পুরম রেসিডেন্ট ওয়েলফেয়ার এস্যোশিয়েশন
  • বলাকা আবাসন পুজা কমিটি
  • পাতিপুকুর সরকারি আবাসন শারদ উৎসব কমিটি
  • কৃতি এপ্যার্টমেন্ট টালিগঞ্জ
  • বিনায়ক এনকেল্ভ পুজা কমিটি
  • কেষ্টপুর গনপতিপার্ক আবাসিক দুর্গোৎসব
  • বিশ্বনাথ আবাসন তেঘরিয়া
  • সুগম সবুজ
  • সুগম সুধীর
  • অভিদীপ্তা এইচ আই জি দুর্গা পূজা
  • এমবিপিএস ওয়াটারভিউ  ওনার্স অ্যাসোসিয়েশন
  • পাার্বতী গার্ডেন
  • ডায়মণ্ড পার্ক
  • মাদুরদহ ঐক্যতান
  • মেগাসিটি রেসিডেন্ট পুজা কমিটি