সংক্ষিপ্ত

  • এন্টালির সানরাইজ এস্টেটের দুর্গাপুজো
  • ১৫ বছরে পা দিল পুজো
  • ১০৯টি পরিবার মিলে করে পুজো
  • সব ধর্মের মানুষ অংশ নেন

শহর কলকাতা আবাসনের সংখ্যা কম নয়। বাড়োয়ারি পুজোর মত জাকজমক না থাকলেও  আবাসনের পুজোতে রয়েছে আলাদা এক আকর্ষণ। সারা বছর নিজেদের কাজে ব্যস্ত থাকলেও এই সময়ে আবাসনের সকল বাসিন্দাই যেন হয়ে ওঠেন একই পরিবারের সদস্য।

এন্টালির সানরাইজ এস্টেটের পুজো শুরু হয়েছিল আজ থেকে ১৫ বছর আগে। আবাসনের ১০৯টি পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে শুরু করেছিলেন এই পুজো।  এখনও সাবেকী রীতি মেনেই হয় দেবীর আরাধণা। মার্তি মূর্তির হয় একচালার। এই পুজোর বিশেষত্ব এতে অংশ নেন সব ধর্মের মানুষ। বাঙালির পাশাপাশি আবাসনের শিখ, মুসলিম, খ্রীস্টান সকলেই হাত লাগান পুজোর কাজে। পুজোর কটাদিন একেবারে এক পরিবারের সদস্য হয়ে যান সকলে।

পুজোর প্রতিটি দিনই পংক্তি ভোজের আয়োজন হয় মণ্ডপ প্রাঙ্গনে। আবাসনের কচি, কাচাদের পাশাপাশি বড়রাও অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। এবার পুজোর বাজেট সাড়ে তিন লক্ষ টাকা। একান্নবর্তী পরিবারে না থাকলেও পুজোর কটাদিন যেন একই পরিবারের সদস্য হয়ে আনন্দ, উৎসবে মেতে ওঠেন এন্টালির সানরাইজ এস্টেটের বাসিন্দারা।