সংক্ষিপ্ত

  •  রবিনসন স্ট্রিটের ছোঁয়া এবারে হাওড়াতে
  •  মৃত দাদা ও দিদির মৃতদেহ আগলে ছোট বোন
  •  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলুড়ের লালা বাবু সায়র রোডে

 

বিশ্বনাথ দাস,হাওড়া : রবিনসন স্ট্রিটের ছোঁয়া এবারে হাওড়াতে ।  মৃত দাদা ও দিদির মৃতদেহ আগলে ছোট বোন । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  বেলুড়ের লালা বাবু সায়র রোডে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । 

সৌমিত্র খাঁ-কে নিয়ে জেলার নেতার বিরূপ মন্তব্য,আগুন জ্বালিও না বললেন সাংসদ

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে,ওই এলাকায় নিজেদের দোতলা বাড়িতে দুই বোনকে নিয়ে থাকতেন রেলের অবসরপ্রাপ্ত কর্মী মনোরঞ্জন সেন । পাড়াতে সেভাবে মেলামেশা করতেন না । সপ্তাহখানেক ধরে এলাকার মানুষজন পচা দুর্গন্ধ অনুভব করছিলেন । বুধবার সেই দুর্গন্ধ চরমে ছড়াতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় মানুষজন  । পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে যে দাদা মনোরঞ্জন ও দিদি প্রতিমার পচা গলা দেহের পাশে বসে রয়েছে ছোট বোন অনিতা । 

বিশ্বভারতীর পাঁচিল দেওয়ার কাজের ওপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কীভাবে এই মৃত্যু ঘটল, কেনইবা মৃত্যুর পর প্রতিবেশী কিংবা আত্মীয়দের খবর দিল না অনিতা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে । অনিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ।

শোক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী জানতে পারলেন মন্ত্রী এখনও বেঁচে