অরুণা আসফ আলি, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। ভারতকে ব্রিটিশদের অধীন থেকে মুক্ত করতে ১৯৪২ সালে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন হয় করো না হয় মরো-র। আর সেই আন্দোলনে শরিক হয়েছিলেন অরুণা আসফ আলি। যার জন্য অগাস্ট আন্দোলনের রানি বলেও তাঁকে আজও স্মরণ করা হয়। পঞ্জাবের কালকায় এক বাঙালি পরিবারে জন্ম অরুণার। বিয়ের আগে তাঁর নাম ছিল অরুণা গঙ্গোপাধ্যায়।