১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় চার দশকেরও বেশি সময় পর অন্যতম অভিযুক্ত সজ্জন কুমারের সাজা ঘোষণা করল দিল্লির আদালত। এই ঘটনায় নতুন করে অস্বস্তিতে কংগ্রেস।
১৯৮৪ সালে দিল্লিতে শিখ-বিরোধী দাঙ্গার সঙ্গে সরাসরি যুক্ত থাকার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির সরস্বতী বিহার অঞ্চলে সজ্জনের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর নেতৃত্বেই একদল জনতা হিংসা ছড়ায়। সজ্জনের উস্কানিতেই জনতা দুই শিখ ব্যক্তি যশবন্ত সিং ও তাঁর ছেলে তরুণদীপ সিংকে খুন করে বলে অভিযোগ ওঠে। এই মামলাতেই ১২ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত হন সজ্জন। মঙ্গলবার তাঁর সাজা ঘোষণা করা হল। এর আগে দিল্লি ক্যান্টনমেন্ট অঞ্চলে দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন সজ্জন। এরই মধ্যে তিনি ফের সাজা পেলেন। এই কংগ্রেস নেতাকে সাজা দিতে চার দশকেরও বেশি সময় লেগে গেল। ফলে ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।
অপারেশন ব্লু স্টারের পর ইন্দিরা হত্যা
১৯৮৪ সালের জুন মাসে ইন্দিরার নির্দেশে স্বর্ণমন্দিরকে শিখ জঙ্গিদের কবলমুক্ত করার জন্য অভিযান চালায় সেনাবাহিনী। সেই অভিযানেরই নাম দেওয়া হয় অপারেশন ব্লু স্টার। এই ঘটনায় শিখ ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। এরই জেরে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে শিখ দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারান ইন্দিরা। এরপরেই দেশের বিভিন্ন জায়গায় শিখ-বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। শিখদের মারধর, হত্যা, সম্পত্তি নষ্ট করার অভিযোগ ওঠে। এই মামলাতেই সাজা পেলেন সজ্জন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ১৪৭ ধারা অনুযায়ী দাঙ্গা ছড়ানোর জন্য ২ বছরের কারাদণ্ড, ১৪৮ ধারায় ধারালো অস্ত্র নিয়ে দাঙ্গা করার জন্য ৩ বছরের কারাদণ্ড এবং জরিমানা, ৩০৮ ধারায় মৃত্যু ঘটানো বা গুরুতর আঘাতের উদ্দেশ্যে আঘাত করার জন্য ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
রায়ে খুশি নয় শিখ সংগঠন
সজ্জনের যাবজ্জীবন কারাদণ্ড হলেও শিখ সংগঠন খুশি নয়। শিখ নেতা গুরলাদ সিং বলেছেন, ‘মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু আমরা মেনে নেব না। আমরা আদালতের রায়ে খুশি নই। সরকারের কাছে আমরা আবেদন জানাব, উচ্চ আদালতে যাওয়া হোক এবং সজ্জন কুমারের মৃত্যুদণ্ড ঘোষণা করা হোক।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার
লোকসভায় হিন্দুদের নিয়ে 'কু'-মন্তব্য! সুফি, শিখ, ইসলামপন্থীদের নিশানায় রাহুল
মর্মান্তিক! পাকিস্তানে শিখ যুবককে নগ্ন করে নৃশংসভাবে আক্রমণ! ভাইরাল হল ভিডিও
