মাত্র ২০ দিন বাকি রামমন্দির উদ্বোধনের, সরযূ নদীর তীরে বিশেষ আরতি, পর্যটকদের ভিড়
মাত্র ২০ দিন বাকি রামমন্দির উদ্বোধনের। শুরু হয়ে গেছে দেশ জুড়ে কাউন্ট ডাউন। সরযূ নদীর তীরে বিশেষ আরতি। ভগবান রাম ও সরযূ দেবীর মধ্যে পবিত্র বন্ধনকে স্মরণ।
মাত্র ২০ দিন বাকি রামমন্দির উদ্বোধনের। শুরু হয়ে গেছে দেশ জুড়ে কাউন্ট ডাউন। সরযূ নদীর তীরে বিশেষ আরতি। ভগবান রাম ও সরযূ দেবীর মধ্যে পবিত্র বন্ধনকে স্মরণ। রামায়ণে সরযূ-র পবিত্রতার উল্লেখ পাওয়া যায়। এদিনের আরতিতে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। সরযূ নদীর তীরে এখন উৎসবের আমেজ।
Read more Articles on