সাবধান! ৫ টাকার কয়েন দিয়ে হচ্ছে কোটি টাকার ব্যবসা, কয়েন বাতিলের সিদ্ধান্ত নিল RBI-র
- FB
- TW
- Linkdin
ডিজিটাল ইন্ডিয়া গঠনে সুবিধা হয়েছে অনলাইন ট্রানজাকশন। বর্তমানে টাকা বহন করার বদল জিপে, ফোনপে-র মতো অ্যাপ ব্যবহারে অভ্যস্ত অনেকে।
এরই সঙ্গে খুচরো পয়সা নিয়ে সমস্যা সব সময়ই। অনেকেই অধিক পয়সা বহন করতে চান না। আবার অধিকাংশ সময় খুচরো না থাকলে পড়তে হয় সমস্যায়।
কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ও RBI। বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই বিশেষ কয়েন।
বাতিল হতে চলেছে ৫ টাকা কয়েন। এমন খবর এল প্রকাশ্যে।
বছরে কতগুলো মুদ্রা তৈরি হবে সে বিষয় কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়। এরপর সরকার রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দেয়।
যদি মুদ্রা বা নোট বন্ধ করা হয় বা জারি করা হয় তাতে RBI-কে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হয়।
বর্তমানে বাজাতে ১ টাকা থেকে ২০ টাকার কয়েন মেলে। এবার শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ৫ টাকার কয়েন।
দেশে বিভিন্ন ধরনের ৫ টাকা পাওয়া যায়। পিতল ও মোটা এক ধাতুর কয়েন মেলে।
বর্তমানে মোটা কয়েনের সংখ্যা কমে গিয়েছে। আর মোটা ধাতব ৫ টাকা তৈরি হচ্ছে না।
বাজারে আছে শুধু পিতলের মুদ্রা। তবে, জানেন কি কেন এই কয়েন তৈরি হচ্ছে না?
মোটা ৫ টাকার কয়েক তৈরি বন্ধের পিছনে আছে বড় কারণ।
এই কয়েন তৈরিতে মোটা ধাতুর প্রয়োজন হয়। আর এই একটি কয়েন থেকে ৪ থেকে ৫ টি ব্লেড তৈরি করা যায়। এভাবে ব্লেডের ব্যবসা করছেন অনেকে। হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা।
অনেক অসাধু ব্যক্তিই কয়েন থেকে ব্লেড তৈরি করছেন। যার ফলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এখন আর তৈরি হচ্ছে না মোটা পাঁচ টাকার কয়েন। কেন্দ্রীয় সরকার ও RBI নিয়েছে এই সিদ্ধান্ত।
বাজারে শুধু মিলবে পিতলের ৫ টাকার কয়েন। আর মিলবে না মোটা ৫ টাকা। ইতিমধ্যে কোনও মোটা ৫ টাকা আপনার কাছে থাকলে তা নিয়ে চিন্তা নেই। তা ব্যাঙ্কে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।