সংক্ষিপ্ত

হাসপাতালের চিকিৎসকরা যাঁকে মৃত বলে ঘোষণা করেছেন, তিনি যদি জেগে ওঠেন, তাহলে সবারই চমকে ওঠার কথা। মহারাষ্ট্রের কোলাপুরেও ঠিক একই ঘটনা ঘটেছে।

মৃত বলে ঘোষণা করে দিয়েছিল মহারাষ্ট্রের কোলাপুরের এক বেসরকারি হাসপাতাল। ফলে ৬৫ বছর বয়সি পাণ্ডুরাং উলপের পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েছিলেন। এই প্রৌঢ়র দেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা। কিন্তু অ্যাম্বুল্যান্সে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। অ্যাম্বুল্যান্সটি যখন একটি স্পিড-ব্রেকার অতিক্রম করে, তখন এই প্রৌঢ়র পরিবারের সদস্যরা দেখতে পান, তাঁর হাতের আঙুল নড়ছে। সবাই বুঝতে পারেন, পাণ্ডুরাং নামে এই প্রৌঢ় বেঁচে আছেন। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার বদলে অন্য এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা হয়। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। এই প্রৌঢ় আক্ষরিক অর্থেই দ্বিতীয়বার জন্মগ্রহণ করলেন। এই ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা খুশি। কিন্তু ঠিক কী কারণে এই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

কোলাপুরের হাসপাতালে কী হয়েছিল?

পাণ্ডুরাং জানিয়েছেন, 'ঘটনার দিন আমি হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে এসে চা খেয়ে বসেছিলাম। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে। আমার শ্বাসকষ্টও হতে থাকে। আমি শৌচগারে গিয়ে বমি করি। এরপর কী হয়েছিল আমার মনে নেই।' পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রৌঢ় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। সেই হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু চিকিৎসকরা যে ভুল করেছিলেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। পাণ্ডুরাংয়ের পরিবারের সদস্যরা শুরুতে শোকাহত হয়ে পড়লেও, তারপর অলৌকিকভাবে জীবন ফিরে পাওয়ার ঘটনায় অভিভূত। সবাই এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ পাণ্ডুরাং

পাণ্ডুরাংয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাণ্ডুরাংয়ের বাড়িতে তখন শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পথে তিনি বেঁচে ওঠেন। এরপর তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থভাবে বাড়ি ফিরেছেন পাণ্ডুরাং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বেশিরভাগ সময়ই কেন শৌচাগারে হৃদরোগ হয়? অসুস্থ বোধ করলে কী করা উচিত?

কোলেস্টেরল থেকে হৃদরোগ কমবে নিমেষে, ট্রাই করুন পোর্টফোলিও ডায়েট, জেনে নিন কী কী খাবেন

দেশীয় এই সাধারণ সবজি অত্যন্ত উপকারি, হৃদরোগ থেকে রক্তে শর্করা সব ক্ষেত্রেই সিদ্ধহস্ত