8th Pay Commission কার্যকর হলে পেনশন ও গ্র্যাচুইটির টাকা কতটা বৃদ্ধি পাবেন জানেন
- FB
- TW
- Linkdin
১ জানুয়ারি ২০২৬ থেকে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন।
এই কমিশন কার্যকর হলে চাকুরিরত কর্মীরা লাভবান তো হবেনই, কিন্তু যাঁরা পেনশন বা গ্র্যাচুইটি পাবেন বা পান, জানেন কত টাকা বৃদ্ধি পাবে তাঁদের।
এই কমিশন গঠনের ফলে পেনশনভোগীদের কতটা সুবিধা হবেন জানেন!
অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলে চাকরিজীবী তো বটেই পেনশভোগীরাও লাভবান হবেন।
এর আগে অর্থাৎ সপ্তম বেতন পে কমিশনে পেনশন প্রায় ২৩.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
এইবারে ফিটমেন্ট ফ্যাক্টরে নজর দিলে পেনশন প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে।
একজন ব্যক্তি যদি এক লক্ষ টাকা বেতন পেতেন, সেই অনুসারে প্রতি মাসে তিনি যা পেনশন পেতেন।
অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলে তার পেনশন ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে।
এতো গেল পেনশনের কথা, এই অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলে গ্রাচুইটির উপর কতটা কার্যকর হবে।
এক্ষেত্রে যদি ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৫৭ হিসেবে গননা করা হয় তবে এখন যত টাকা গ্র্যাচুইটি পাওয়ার কথা তার সঙ্গে ২.৫৭ গুন করলে যত পরিমান হবে ততটাই পাবেন।
তবে গ্র্যাচুইটি হিসেব করা হয় চাকরির মেয়াদ ও শেষ প্রাপ্ত মূল বেতনের উপর ভিত্তি করে।
বর্তমানে কেন্দ্রীয় সরকার গ্র্যাচুইটির সীমা ৩০ লক্ষ টাকার মধ্যে বেঁধে দিয়েছে। কেন্দ্রের এই অংশ বৃদ্ধি না পেলে, সর্বোচ্চ ৩০ লক্ষ টাকাই পাবেন।