- Home
- India News
- বেতন বৃদ্ধি ছাড়াও মিলবে বাড়তি কয়টি সুবিধা, চমকপ্রদ তথ্য এল অষ্টম পে কমিশন নিয়ে, জেনে নিন এক ক্লিকে
বেতন বৃদ্ধি ছাড়াও মিলবে বাড়তি কয়টি সুবিধা, চমকপ্রদ তথ্য এল অষ্টম পে কমিশন নিয়ে, জেনে নিন এক ক্লিকে
২০২৬ সাল থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা থাকলেও তা এখনও হয়নি। কমিশন গঠিত হলেও, রিপোর্ট আসতে ২০২৭ সাল হতে পারে। বেতন বৃদ্ধি ছাড়াও কর্মীদের জন্য হাউজিং অ্যালাউন্স, মহার্ঘ ভাতা এবং ভ্রমণ ভাতা বৃদ্ধির মতো একাধিক সুবিধা আসার কথা শোনা যাচ্ছে।

২০২৫ সাল শেষ। তিন দিন পার হয়ে গেল নতুন বছরের। এখনও কার্যকর হল না অষ্টম বেতন কমিশন। ২০২৫ সালের শুরু দিকেই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করে মোদী সরকার। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তা এখনও কার্যকর হয়নি।
অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা ছিল ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে। বেতন ও পেনশন বৃদ্ধির কথা তো সকলেরই জানা। সেই সঙ্গে মিলতে চলেছে আরও কিছু সুবিধা। এখন প্রকাশ্যে এল নয়া তথ্য। জেনে নিন অষ্টম পে কমিশন কার্যকর হলে আর কী কী সুবিধা পেতে পারেন কর্মীরা।
প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন। শেষ ২০১৬ সালে কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন। তার ১০ বছর পর ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন গঠনের কথা। এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ সালের শেষদিন শেষ হয়েছে সপ্তম পে কমিশন। ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে কি না, তা নিয়ে দীর্ঘ জল্পনা চলেছে। এখনও চলছে জল্পনা।
কমিশন সম্প্রতি গঠিত হয়েছে এবং সরকার কমিশনকে তার কাজ সম্পন্ন করার জন্য ১৮ মাস সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হলে, সুপারিশগুলো ২০২৭ সালে প্রকাশ করা যেতে পারে। তবুও বাস্তবায়নের আগে সরকারের অনুমোদন প্রয়োজন। তেমনই বেতন বৃদ্ধি ছাড়াও মিলবে বাড়তি কয়টি সুবিধা।
জানা গিয়েছে, বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়বে হাউজিং অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, ভ্রমণ ভাতা- বাড়বে বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ২.৮৬ পর্যন্ত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। সে যাই হোক, আপাতত মেলেনি নিশ্চিত খবর।

