- Home
- India News
- 8th Pay Commission: বছর ঘুরলেই কপাল খুলবে কেন্দ্রীয় কর্মীদের, মালামাল হবেন ১ কোটি কর্মী
8th Pay Commission: বছর ঘুরলেই কপাল খুলবে কেন্দ্রীয় কর্মীদের, মালামাল হবেন ১ কোটি কর্মী
অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ফিটমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেশনের উপর নির্ভর করে বেতন বৃদ্ধির পরিমাণ। ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৩৭ হাজার ৪৪০ টাকা হতে পারে।

দীর্ঘদিন ধরে আলোচনার শীর্ষে আছে অষ্টম বেতন কমিশন। চলতি বছরের শুরুতেই ঘোষণা হয়েছে অষ্টম বেতন কমিশনের।
অষ্টম বেতন কমিশন কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় বেতন কমিশন।
এবার চাঞ্চল্যকর খবর এল অষ্টম বেতন কমিশন নিয়ে। জানা গেল কত শতাংশ বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
সদ্য প্রকাশ্যে এল ফিটমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেশন। এই ফিটমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেশনের ওপর নির্ভর করে কত শতাংশ বেতন বাড়বে কর্মীদের।
হিসেব বলছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে ৩৭ হাজার ৪৪০ টাকা ।
বিশেষজ্ঞ সূত্রে জানা গিয়েছে, এবার ১.৯২ থেকে ২.০৮ হতে পারে ফিটমেন্ট ক্যাক্টর। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.০৮ হয়। তাহলে ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে ৩৭ হাজার ৪৪০ টাকা।
ন্যূনতম পেনশন হবে ৯ হাজার থেকে বেড়ে ১৮,৭২০ টাকা। সব মিলিয়ে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
শেষ বেতন কমিশন গঠিত হয়েছিল দশ বছর আগে। ২০১৪ সালে। এবার ১০ বছর পর ফের গঠিত হবে অষ্টম বেতন কমিশন ।
সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তারপর ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে।
তবে, অনেকেই দাবি করেছেন অষ্টম বেতন কমিশন কার্যকর হতে আরও সময় লাগতে পারে। তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর।

