২০২৬-র শুরুতেই বাড়ছে বেতন! জেনে নিন কোন কোন কর্মীরা পাবেন সবচেয়ে সুবিধা?
কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। এই কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.১৫ হতে পারে বলে আশা করা হচ্ছে, যার ফলে কর্মীদের বেতন বাড়বে।

বছরের শুরুতেই খুশির খবর। কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও প্রতিরক্ষা বাহিনী সদস্যরা এখন অধীর অগ্রহে অপেক্ষা করছেন অষ্টম বেতন কমিশনের জন্য। যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু, নতুন বছর পড়ে গেলেও এখনও তা নিয়ে কোনও খবর আসেনি সামনে।
সূত্রের খবর, ২০২৫ সালের শুরুর দিকে মোদী সরকার অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করে। এর কয় মাস পর অষ্টম পে কমিশনের সদস্যদের নামও প্রকাশ করা হয়। তবে, সবচেয়ে বেশি আলোতনার বিষয় হয়ে ওঠে বেতন বৃদ্ধির হার ও ফিটমেন্ট ফ্যাক্টর। এর ওপর নির্ভর করে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের নতুন বেতন নির্ধারণ করা হবে।
এখন প্রশ্ন হল কাদের বেতন আসবে কমিশনের সুপারিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও বাস্তবায়নের পরে, জানুয়ারি থেকেই এরিয়ার জমা হতে শুরু করবে। কমিশনের বিধান কার্যকর হওয়ার পর সেই টাকা মিলবে।
বিশেষজ্ঞদের মতে, অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.১৫। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে মোট ১৮টি লেভেল আছে। যেখানে লেভেল ১ গ্রুপ ডি, লেভেল ২ থেকে ৯ গ্রুপ সি, লেভেল ১০ থেকে ১২ গ্রুপ বি এবং লেভেল ১৩ থেকে ১৮ হল গ্রুপ এ। বেতন বাড়বে সকলের।
হিসেব বলছে লেভেল ১ কর্মীদের বেতন ১৮ হাজার থেকে হবে ৩৮ হাজার ৭০০ টাকা লেভেল ৫-র বেতন ২৯,২০০ থেকে ৬২,৭৮০ টাকা হবে। লেভেল ১০ কর্মীদের বেসিক পে ৫৬,১০০ থেকে ১,২০,৬১৫ হতে পারে। লেভেল ১৫ কর্মীদের ১,৮২,২০০ থেকে বেড়ে ৩,৯১,৭৩০ এবং সর্বোচ্চ লেভেল ১৮-এ ২,৫০,০০০ থেকে বেড়ে হবে ৫,৩৭,৫০০ টাকা।

