- Home
- India News
- ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন? মুখ খুলল কেন্দ্রীয় সরকার, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে অষ্টম পে কমিশন? মুখ খুলল কেন্দ্রীয় সরকার, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
কেন্দ্রীয় কর্মীদের অষ্টম পে কমিশন নিয়ে জল্পনার অবসান। সরকার জানিয়েছে, ইতিমধ্যেই কমিশন গঠন করা হয়েছে এবং ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে। যদিও বেতন বৃদ্ধি ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, তবে কবে থেকে তা মিলবে তা নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।

২০২৫ শেষ হতে আর কটা দিন বাকি। তারপরই নতুন বছরে পা দেব সকলে। নতুন বছরে অষ্টম পে কমিশনের অপেক্ষায় আছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মী। ইতিমধ্যে নতুন পে কমিশন গঠন নিয়ে চলছে জল্পনা। দীর্ঘ জল্পনা শেষে প্রকাশ্যে এল নয়া চমক। এবার এই নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার।
প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। এবার ২০২৬ সালে অষ্টম পে কমিশন গঠনের পালা। বর্তমান মূল্যবৃদ্ধির নিরিখে পে কমিশনে বেতন বাড়ে কর্মীদের। এবার নতুন কমিশন গঠনের কথা। তবে, ঠিক কবে থেকে গঠিত হবে এই কমিশন তা নিয়ে জল্পনার অন্ত নেই। এবার রইল নতুন তথ্য।
চলতি বছরের শুরু দিকেই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করে মোদী সরকার। সেই থেকে চলছে জল্পনা। তখন জানানো হয়েছিস ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকারী হবে। এই কারণে বিশেষ দল গঠিত হয়। সেখানে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে নিযুক্ত করা হয়। আগামী ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিশন, পাশাপাশি জমা পড়বে অন্তর্বর্তীকালীন রিপোর্ট। এরপরই চূড়ান্ত হবে কমিশন।
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ‘অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে। ৩ নভেম্বর ২০২৫ তারিখের অর্থ মন্ত্রকের রেজোলিউশনের মাধ্যমে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের ToR অবহিত করা হয়েছে।’
অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন যে ‘গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞাপিত প্রস্তাবে উল্লিখিত হিসাবে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তার গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে সুপারিশ করবে।’ অর্থাৎ ১ জানুয়ারি থেকে বাড়তি বেতন ও পেনশন নাও মিলতে পারে বলে আন্দাজ সকলের। তবে, তা যবেই গঠিত হোক না কেন ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে খবর।

