কবে গঠিত হবে অষ্টম বেতন কমিশন? সংসদে বিশেষ ঘোষণা Modi সরকারের, মিলল নিশ্চিত খবর
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে অষ্টম পে কমিশনের। কবে, তা গঠিত হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই।
অষ্টম বেতন কমিশন গঠন হলে বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ন্যূনতম বেতন হবে ৫১,৫০০ টাকা।
তবে, ঠিক কবে অষ্টম বেতন কমিশন গঠিত হবে তা নিয়ে জল্পনা চলছে। এবার এই নিয়ে মুখ খুললেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, সরকারের কাছে অষ্টম বেতন কমিশন আনার কোনও প্রস্তাব নেই। তিনি স্পষ্ট করেন যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণ করা হচ্ছে।
পরবর্তী বেতন কমিশন গঠনের জন্য এখনও কোনও পরিকল্পনা হয়নি।
সরকারের এই বিবৃতি সেই সমস্ত খবর এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে যেখাে দাবি করা হয়েছে যে অষ্টম বেতন কমিশন শীঘ্রই গঠিন হতে পারে।
এদিকে ২০১৬ সালে কার্যকর হয়েছিল সপ্তম বেতন মিশন। সে সময় সর্বনিম্ন বেতন ১৮০০০। সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।
বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার মান দেখে কর্মীদের অষ্টম বেতন কমিশনের দাবি উঠে এসেছে।
তবে, এখনও অষ্টম বেতন কমিশন গঠিত হওয়া নিয়ে চলছে জল্পনা।
এখন দেখার শেষ পর্যন্ত কবে অষ্টম বেতন কমিশন গঠনের নিশ্চিত খবর সামনে আসে।