- Home
- India News
- জোড়া সুখবর কেন্দ্রীয় কর্মীদের, বেতন বৃদ্ধির সঙ্গে পদোন্নতি? নয়া আপডেট অষ্টম পে কমিশন নিয়ে
জোড়া সুখবর কেন্দ্রীয় কর্মীদের, বেতন বৃদ্ধির সঙ্গে পদোন্নতি? নয়া আপডেট অষ্টম পে কমিশন নিয়ে
অষ্টম বেতন কমিশন গঠনের পর কর্মীদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে নয়া তথ্য প্রকাশ্যে। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি এবং পাঁচটি পদোন্নতির সম্ভাবনা।

বেশ কিছুদিন আগে মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অষ্টম পে কমিশন গঠনের কথা। এবার প্রকাশ্যে এল নয়া আপডেট।
অষ্টম পে কমিশন গঠিত হলে কর্মীদের যে বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি পাবে তা সকলেরই জানা। এই নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।
ফিটমেন্ট ফ্যাক্টের নিরিখে বাড়বে বেতন। ১.৯২ থেকে ২.৮৬ পর্যন্ত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্ট। এতে ৯২ থেকে ১৮৬ শতাংশ পর্যন্ত বাড়বে বেতন।
অষ্টম পে কমিশন গঠিত হলে সকল স্তরের কর্মীদের বেতন বৃদ্ধি পাবে। নতুন কমিশনে উপকৃত হবেন সকলেই।
এরই সঙ্গে মিলতে চলেছে আরও এক সুখবর। এবার পদোন্নতি নিয়ে নয়া সুপারিশ জমা পড়েছে।
বর্তমান সরকারি কর্মীদের ১০, ২০ এবং ৩০ বছরের চাকরির সময় তিনটি পদোন্নতি হয়।
এবার অষ্টম পে কমিশন গঠিত হলে তা পাঁচটি পদোন্নতি হতে পারে। নতুন বেতন কমিশনে এমন আবেদন করা হয়েছে।
তেমনই অষ্টম পে কমিশনে নূন্যতম বেতন ৫১,৫০০ হবে বলে জানা যাচ্ছে। তেমনই বাড়বে পেনশনও। তা হবে ২৫ হাজারের অধিক।
তবে, অষ্টম পে কমিশন গঠিত হলে সঠিক কত শতাংশ বেতন বাড়বে আর পদোন্নতির ক্ষেত্রে কী নিয়ম বদল হবে সে প্রসঙ্গে নিশ্চিত খবর মেলেনি।
এদিকে অষ্টম পে কমিশন গঠনের আগে আরও এক সুখবর মিলল। শীঘ্রই কর্মীরা পাবেন বাড়তি ডিএ।

