এপ্রিলেই লাগু হবে অষ্টম বেতন কমিশন? কর্মীদের জন্য দুর্দান্ত খবর দিল কেন্দ্র
মোদী সরকার ২০২৬ সাল থেকে নতুন ৮ম পে কমিশন লাগু হওয়ার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই নতুন পে কমিশন মানে বাড়তি বেতন থেকে শুরু করে একগুচ্ছ নতুন সুবিধা। এপ্রিল থেকেই কি চালু হতে পারে এই নয়া কমিশনের নিয়ম! জেনে নিন ভিতরের খবর।

বছরের শুরু থেকেই নয়া বেতন কমিশনের দাবি তুলছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
এর মূল কারণ ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলেছে সপ্তম পে কমিশনের।
সেই আশা পূরণ করে জানুয়ারি মাসেই অষ্টম বেতন কমিশন গঠনের জন্য মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
যার ফলে ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।
তবে কবে এই কমিশন লাগু হবে তা নিয়ে খোলসা করেনি সরকার।
কিন্তু সেই অপেক্ষার অবসানও ঘটল। জানা গেল, ২০২৬ সালের কোন মাস থেকে নতুন পে কমিশন লাগু হতে পারে।
এপ্রিলের মধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে। উল্লেখ্য, এর ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী।
কেন্দ্র জানিয়েছে আগামী অর্থবর্ষে পে কমিশনের আর্থিক প্রভাব পড়বে না। বেতন কমিশন গঠনের পর তার রিপোর্ট জমা দিতে কিছুটা সময় লাগবে, যা পরে সরকার প্রক্রিয়া করবে।
তাই আগামী অর্থবছরে আমরা কোনো ব্যয় আশা করছি না। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া আর্থিক বছরে একটি ব্যয় হবে।’
কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা আশা করছেন যে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২-২. ০৮ এর পরিসরে বাড়ানো হতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টর হল বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশন সংশোধন করতে ব্যবহৃত একটি গুণক।
যদি এটি ১.৯২-২. ০৮ এর মধ্যে বাড়ানো হয় তবে কেন্দ্রীয় কর্মচারীর ন্যূনতম বেতন ১৮, ০০০ থেকে বেড়ে ৩৪,৫৬০ কিংবা ৩৭, ৪০০ হতে পারে।