- Home
- India News
- 8th Pay Commission: প্রায় তিনগুণ হচ্ছে বেতন-পেনশন, কবে থেকে কার্যকর হবে? প্রকাশ্যে নয়া আপডেট
8th Pay Commission: প্রায় তিনগুণ হচ্ছে বেতন-পেনশন, কবে থেকে কার্যকর হবে? প্রকাশ্যে নয়া আপডেট
অষ্টম বেতন কমিশন ঘোষণার পর থেকে কর্মীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে উৎসাহ বিরাজ করছে। ন্যূনতম বেতন ৫১ হাজার এবং পেনশন ২৫ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও কার্যকর হওয়ার সঠিক তারিখ এখনও অনিশ্চিত।

দীর্ঘ জল্পনার পর মোদী সরকার ঘোষণা করেছে অষ্টম বেতন কমিশনের কথা। এর ফলে প্রায় তিনগুণ হচ্ছে বেতন এবং পেনশন।
অষ্টম বেতন কমিশন ঘোষণার হওয়ার পর থেকে সকল কর্মীরা আশায় রয়েছেন। কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন তা জানতে আগ্রহী সকলে।
হিসেব বলছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ন্যূনতম বেতন হবে ৫১ হাজার। তেমনই ন্যূনতম পেনশন হবে ২৫ হাজার টাকা।
অষ্টম বেতন কমিশনের প্রভাবে প্রায় ৩ গুণ বাড়বে বেতন। এখন প্রশ্ন হল কবে থেকে লাগু হবে অষ্টম বেতন কমিশন?
পুরনো রেকর্ড বলছে প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়। সেই হিসেবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার কথা।
তবে, বাস্তবে কবে থেকে লাগু হবে অষ্টম বেতন কমিশন তা নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।
শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন গঠন হতে অধিক সময় লাগবে। কেউ কেউ বলছে অষ্টম বেতন কমিশন গঠনের পর তা কার্যকর হতে ২০২৭ সালও হতে পারে।
অর্থাৎ বাড়তি টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে।
অষ্টম বেতন কমিশন কার্যকর হবে বিপুল পরিমাণে টাকা বাড়বে কর্মী ও অবসর প্রাপ্ত কর্মীদের।
তবে, আপাতত থাকতে হবে অপেক্ষায়। ২০২৬ সালে অষ্টম বেতন কমিশন গঠন হলেও তা কার্যকর হতে সময় লাগবে বলে জানা গিয়েছে।