সংক্ষিপ্ত
- দিল্লি মেট্রোর যাত্রীদের শনিবারের মজাদার সফর
- তাঁদের সহযাত্রী ছিল একটি বাঁদর
- দিল্লির ব্লু লাইন মেট্রোতে এই ছবি দেখা যায়
- বাঁদরটি দিব্যি জানলা দিয়ে উঁকি মেরে কাটাল সফর
লকডাউন উঠে গিয়েছে। করোনা বিধিও অনেকটাই শিথিল। রাজধানী দিল্লিতে করোনার দ্বিতীয় তরঙ্গ শান্ত হওয়ার পরে সামাজিক দূরত্ব মেনে চালু হয়েছে মেট্রো পরিষেবা। সেই মেট্রোর যাত্রীদের শনিবার সফর ছিল বেশ অন্যরকম। তাঁরা সঙ্গে পেয়েছিলেন এক মজাদার সহযাত্রীকে।
একটি বাঁদরকে দেখা যায় মেট্রোর কামরার মধ্যে। সে দিব্যি দিল্লির আনন্দ বিহার থেকে দ্বারকা যাওয়ার ব্লু লাইন মেট্রোয় সফর করল অন্যান্য মানুষ সহযাত্রীদের সঙ্গে। প্রথমে একটু লাফঝাঁপ করছিল বাঁদরটি। বাঁদরটি কামরায় ওঠার পরেই ট্রেন চলতে শুরু করে।
হয়তো তাতে কিছুটা ভয় পেয়ে গিয়ে থাকতে পারে সে। তাই প্রথমে লাফালাফি করলেও, পরে তাকে দেখা যায় একটি সিটের ওপর চুপ করে বসে থাকতে। এক যুবকের পাশে নিজের জায়গা করে নেয় সে। মেট্রোর যাত্রীদের সবার নজর ছিল সেদিকে। যতক্ষণ মেট্রো চলল, সে অন্যান্য যাত্রীদের আকর্ষণের কেন্দ্রে ছিল। মজাদার ব্যাপার হল, কোনও দিকেই নজর দিচ্ছিল না বাঁদরটি।
সে দিব্যি জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিল গোটা সফর। বাঁদরের মেট্রো সফরের সাক্ষী থাকতে পেরে বেশ খুশি মেট্রোর যাত্রীরা। দেখুন ভিডিওটি।