Aadhaar Card: আধার কার্ড কি ১০ বছরের পুরনো? আজই এই কাজ করুন, নইলে বিপদে পড়বেন আপনি
Aadhaar Card: ১০ বছরের পুরনো আধার কার্ডধারীদের জন্য জরুরি আপডেট। রয়েছে বিনামূল্যে আধার আপডেটের সুযোগ। অনলাইনে বা অফলাইনে আধার আপডেট করার পদ্ধতি জেনে নিন।

ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আধার কার্ড। বর্তমানে স্কুলে ভর্তি থেকে ব্যাঙ্কের কাজ, অথবা যাবতীয় কাজ করতে আধার প্রয়োজন।
বর্তমানে আধার কার্ড সর্বেসর্বা। তাই একে ছাড়া জীবন অসম্পূর্ণ। তবে, আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরনো?
সদ্য আধার কার্ড নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। যাদের আধার কার্ড ১০ বছরের পুরনো তারা পড়তে পারেন বিপদে।
সদ্য ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, নিয়মিত আধার কার্ড আপডেট করান। আধার আপডেট না থাকেল হতে পারে সমস্যা।
পুরনো আধার কার্ডে ছবি কিংবা ফোন নম্বর কিংবা অন্য কোনও তথ্যে সমস্যা থেকে যায়। তাই ইউআইডিএআই সাধারণ মানুষকে বিনামূল্যে এই কাজ করার সুযোগ দিচ্ছে।
আজ ১৪ জুন পর্যন্ত আধার কার্ড আপডেট করা হবে বিনামূল্যে। তাই আধার কার্ডে কোনও ভুল থাকলে কিংবা ১০ বছরের বেশি পুরনো হলে আজই আপডেট করান।
চাইলে ঘরে বসে অনলাইনে আধার আপডেট করাতে পারেন। UIDAI -র নিজস্ব ওয়েবসাইটে যান।
https://myaadhaar.uidai.gov.in -এ লগইন করতে পারেন। আপনার আধার নম্বর এবং ক্যাপচা লিখে ওটিপি-র সাহায্যে লগইন করুন।
যে পেজ খুলে যাবে, সেখান ডকুমেন্ট আপডেট বিকল্পটি বেছে নিন। এবার যা তথ্য আপডেট করতে চান তা নির্বাচন করতে হবে।
হয়ে গেলে সাবমিট আপশনে ক্লিক করুন। এভাবে আপনার আধার আপডেট করে নিন। আপনার আধার যদি পুরনো হয় তাহলে অবশ্যই তা আপডেট করে রাখুন।

