Aadhaar card: আধার কার্ডে বিরাট বদল, নয়া নিয়ম চালু করছে UIDAI, না জানলে হবে বিপদ
জালিয়াতি রোধে আধার কার্ড ইস্যু করার নিয়মে বড় পরিবর্তন আনছে UIDAI। পরিচয় ও ঠিকানার প্রমাণের জন্য নতুন নথিপত্র জমা দিতে হবে।

প্রয়োজনীয় পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের ভূমিকা অনস্বীকার্য। এই আধার কার্ড নিয়ে আবার হচ্ছে নানান জালিয়াতি।
বেআইনি আধার কার্ডের রমরমা বন্ধ করেতই শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক কিংবা বিদেশে থাকা ভারতীয়, সবার ক্ষেত্রেই এবার আধার কার্ডের নতুন নিয়ম চালু হতে চলেছে।
আধারে পরিবর্তন আছেন ইউনিট আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
শোনা যাচ্ছে, সাধারণ পাসপোর্ট, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট বা দশম শ্রেণীর শংসাপত্রের মতো বেশ কিছু নথি খতিয়ে দেখে তবেই এবার থেকে আধার প্রদান করা হবে।
নতুন আধার কার্ড পেতে মুখিয়ে রয়েছেন যারা তাদের এবার বড়সড় পরিবর্তনের সম্মুখীন হতে হবে।
শীঘ্রই বিরাট পরিবর্তন আনছে UIDAI। এই পরিবর্তনের পিছনে আছে বিশেষ কারণ।
মূলত জালিয়াতি রুখতে ব্যাঙ্ক সহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় কেওয়াইসি-র মতোই পরিবর্তন আসতে চলেছে আধার কার্ডেও।
যাতে বৈধ উপভোক্তাদের হাতেই আধার কার্ড কুলে দেওয়া যায় তাই আনা হচ্ছে এই পরিবর্তন।
সূত্রের খবর, এবার থেকে আধার কার্ডের জন্য পরিচয় প্রমাণের স্বার্থে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো কপি জমা দিতে হতে পারে।
তেমনই ঠিকানার প্রমাণপত্র হিসেহে এবার থেকে জমির দলিল, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, ব্যাঙ্কের পাসবুক বা ভোটার কার্ড গৃহীত হবে।

