সংক্ষিপ্ত

জলন্ধর লোকসভা উপনির্বাচনে হাত শিবিরের প্রতিপক্ষ হিসেবে ঝাড়ু বাহিনীর জয়জয়কার। বিরোধী পার্টিকে হারিয়ে লোকসভার আসন ছিনিয়ে নিলেন আপ নেতা সুশীল কুমার রিঙ্কু।

চলতি বছরের ১৪ জানুয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জলন্ধরের সাংসদ তথা কংগ্রেস নেতা সন্তোখ সিং চৌধুরী। তাঁর মৃত্য়ুর পর জলন্ধরে খালি হয়ে গিয়েছিল তাঁর লোকসভা কেন্দ্রের আসন। শূন্য আসনে কোন দল ক্ষমতায় আসবে, তা নির্ধারণ করতে জলন্ধরে সম্প্রতি লোকসভা উপনির্বাচন করা হয়। সেই উপনির্বাচনেই বড় ব্যবধানে জয়ী হয়ে হাত শিবিরের কাছ থেকে জলন্ধর লোকসভা আসন ছিনিয়ে নিল অরভিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)।

আপ দলের প্রতিনিধি ভগবন্ত মান পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার কারণে সাঙ্গরুর লোকসভা কেন্দ্রের সাংসদ পদ ছেড়েছিলেন। এরপর সাঙ্গরুর উপনির্বাচনে হেরে গিয়ে লোকসভায় প্রতিনিধিহীন হয়ে গিয়েছিল আম আদমি পার্টি। দিল্লি ও পঞ্জাবে ক্ষমতা দখল করে জাতীয় পার্টি হওয়ার স্বীকৃতি অর্জন করতে পারলেও লোকসভায় আম আদমি পার্টির কোনও প্রতিনিধি ছিল না, এই বিষয়টা দলের জন্য যথেষ্ট অস্বস্তিদায়ক হয়ে উঠছিল। তবে, মে মাসে জলন্ধর উপনির্বাচনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এবার লোকসভায় খাতা খুলতে সক্ষম হল অরভিন্দ কেজরিওয়ালের পার্টি আপ।

জলন্ধর লোকসভা উপনির্বাচনে হাত শিবিরের প্রতিপক্ষ হিসেবে ঝাড়ু বাহিনীর জয়জয়কার। বিরোধী পার্টিকে হারিয়ে লোকসভার আসন ছিনিয়ে নিলেন আপ নেতা সুশীল কুমার রিঙ্কু।
 

 

আরও পড়ুন-

সাইক্লোন ‘মোকা’-র পরের ঘূর্ণিঝড়ের নাম কী? পর পর ৯টি নামকরণকারীর মধ্যে রয়েছে ভারত,পাকিস্তান, বাংলাদেশ
স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে ফণা তুলছে বিষধর সাপ! বিজেপির অফিসে হুলুস্থুল কাণ্ড

Karnataka Election Result: দুর্বার গতিতে বিজেপিকে টক্কর দিয়ে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গেল কংগ্রেস