- Home
- India News
- ৬০ পেরোলেই বিনামূল্যে চিকিৎসা, নতুন বছর থেকে লাগু হবে নিয়ম, জেনে নিন কীভাবে মিলবে সুবিধা
৬০ পেরোলেই বিনামূল্যে চিকিৎসা, নতুন বছর থেকে লাগু হবে নিয়ম, জেনে নিন কীভাবে মিলবে সুবিধা
- FB
- TW
- Linkdin
নতুন বছর থেকে লাঘু হবে নতুন নিয়ম। ৬০ পেরোলেই বিনামূল্যে চিকিৎসা।
৬০ বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। ২০২৪ সালের শেষে দাঁড়িয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।
স্বাস্থ্য খাতে খরচ নিয়ে সকলেই থাকেন চিন্তায়। প্রতি বছর মোটা টাকার মেডিক্লেম দিয়ে থাকেন। তেমনই নানান খাতে টাকা জমান।
বিশেষ করে বৃদ্ধ বয়সে চিকিৎসা খাতে খরচ নিয়ে থাকে চিন্তা। কারণ এই বয়সে রোজগারের সুযোগ থাকে না।
এবার দূর হবে এই চিন্তা। ৬০ পেরোলেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে এ দেশে। প্রকাশ্যে এমনই মন্তব্য।
২০২৫ -এ দিল্লি বিধানসভা নির্বাচন। ২০২৪ শেষের মুখে দাঁড়িয়ে তাৎপর সব রাজনৈতিক দল। শাসক দল আপ প্রার্থী তালিকা প্রকাশ শেষ করে এক ঝড় তুলল প্রচারে।
বুধবার দিল্লিতর শাসক দল, আপ জানাল, আগামী দফায় ফের তারা ভোটে জিতলে সেখানকার ৬০ বা ষাটোর্দ্ধ দের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই ঘোষণা করে খোদ কেজরিওয়াল।
তিনি বলেন, দিল্লির সাধারণের যত্ন নেওয়া, খেয়াল রাখা তাঁদের কর্তব্য। জানা যাচ্ছে, এই নয়া প্রকল্পের নাম সঞ্জীবনী যোজনা।
২০২৫ বিধানসভা নির্বাচনে আপ জিতলে এই প্রকল্পের আওতায় আনবে দিল্লির সরকার এবং বেসরকারি হাসপাতাল।
১৫ ডিসেম্বর চতুর্থ প্রার্থী তালিকায় ঘোষণা করে আপ সরকার। ওই তালিকায় জানা গিয়েছে, খোদ আপ সুপ্রিমো ভোট লড়বে নয়া দিল্লি থেকে।