আনন্দপুরে অগ্নিকাণ্ডে আর্থিক সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

আনন্দপুরে অগ্নিকাণ্ডে আর্থিক সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এছাডা়ও, আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।'

রবিবার রাতে আনন্দপুরে পরপর দুটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। পরপর দু'টি গুদাম ছিল ওখানে। প্রথমে একটি গুদামে লাগে আগুন। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে ওয়াও মোমোর গুদামে। এই ভয়াবহ আগুনে প্রাণ হারান কর্মীরা। তবে, এখনও জানা যায়নি ঠিক মোট কতজনের মৃত্যু হয়েছে ওই অগ্নিকাণ্ডে। ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় ডেকরেটিং গুদামের মালিক গঙ্গাধর দাসকে। গতকাল রাতে নরেন্দ্রপুর এলাকায় থেকে গ্রেফতার করা হয় একটি নামকরা মোমো সংস্থার দুই আধিকারিককে। ধৃতরা হলেন ওই মোমো কোম্পানির ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী।

Scroll to load tweet…

ক্ষতিপূরণ ঘোষণা করেছে ওয়াও মোমো

এই অগ্নিকাণ্ডের পরই কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে ওয়াও মোমো। তাদের পক্ষ থেকে সংস্থার দুই কর্মী এবং একজন চুক্তিবদ্ধ নিরাপত্তা কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং সারাজীবন মাসিক বেতন দেওয়া হবে বলে জানান হয়েছে। কর্মীদের সন্তানদের পড়াশোনার খরচও বহন করা হবে বলে জানিয়েছে সংস্থা। 'ওয়াও মোমো'-র তরফে বিবৃতি দিয়ে অগ্নিকাণ্ডের দায় চাপানো হয়েছে পাশের গুদামের দিকেই। অভিযোগ, রাতে সেখানে বিনা অনুমতিতে রান্না করা হচ্ছিল। তা থেকেই আগুন লাগে, যা 'ওয়াও মোমো'-র গুদামকে গ্রাস করে ফেলে। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।