৫ দিন ধরে গুনে শেষ হল উদ্ধারকাজ, কংগ্রেস নেতা ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার ৩৫৩ কোটি

টানা ৫ দিন ধরে তল্লাশি চালানোর পর কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার হল মোট ৩৫৩ কোটি টাকা। রবিবার রাতে টাকা গোনা শেষ করে অবশেষে চূড়ান্ত রিপোর্ট দিলেন আয়কর দফতরের তদন্তকারীরা।

Share this Video

টানা ৫ দিন ধরে তল্লাশি চালানোর পর কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার হল মোট ৩৫৩ কোটি টাকা। রবিবার রাতে টাকা গোনা শেষ করে অবশেষে চূড়ান্ত রিপোর্ট দিলেন আয়কর দফতরের তদন্তকারীরা। এত টাকা এর আগে দেশের আর কোনও নেতা কিংবা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়নি বলে জানাচ্ছে আয়কর দফতরের রিপোর্ট। এই বিষয়ে কেন্দ্রের শাসকদল বিজেপি ব্যাপকভাবে কটাক্ষ করছে রাহুল গান্ধীর দল কংগ্রেসকে। যদিও, ধীরজের বিষয়ে আর কোনও কথা বলছে না হাত শিবির। 

Related Video