- Home
- India News
- Apaar ID Card: আধারের পর এবার তৈরি করতে হবে এই কার্ড! জেনে নিন কেন, কোথায়, কিভাবে পাবেন এই কার্ড
Apaar ID Card: আধারের পর এবার তৈরি করতে হবে এই কার্ড! জেনে নিন কেন, কোথায়, কিভাবে পাবেন এই কার্ড
- FB
- TW
- Linkdin
বর্তমান সময়ে ডিজিটাল যুগ কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যাবস্থায় নয়া বিধি এবং নয়া কৌশলে এর মান উন্নতির চেষ্টা করছে। যার মধ্যে অন্যতম একটি হল অপার (Apaar ID Card) আইডি কার্ড।
যা অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি নামে পরিচিতি পেয়েছে।
জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর উদ্যোগে এই অপার কার্ড চালু করা হয়েছে। এই কার্ডের মূল উদ্দেশ্য হল এই কার্ডের সাহায্যে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য ডিজিটালি সুরক্ষিত থাকবে।
অপার কার্ড কী-
অপার কার্ড হল শিক্ষার্থীদের ১২ সংখ্যার একটি পরিচয়পত্র যা কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের শিক্ষাগত তথ্য ডিজিটালি সংরক্ষণ করার জন্য চালু করা হচ্ছে।
যা ডিজিটাল আকারে তাঁদের কাছে সুরক্ষিত থাকবে ফলে নথি নিয়ে দিকে দিকে যাওয়ার আর কোনও প্রয়োজন নেই, এই কার্ড থাকলেই তা সহজেই সব জায়গায় শিক্ষার্থীরা কাজে লাগাতে পারবে। এক ক্লিকেই তাঁদের শিক্ষাগত তথ্য পেতেও সুবিধা হবে।
এই কার্ড তৈরির জন্য প্রয়জনীয় নথি-
এই অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি কার্ড বা অপার কার্ড তৈরি করতে শিক্ষার্থীদের আধার কার্ড, জন্ম শংসাপত্র, শিক্ষার্থী নাবালক হলে অভিভাবকের সম্মতি, মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজ ছবি।
এই কার্ড কিভাবে তৈরি করবেন-
এই কার্ড তৈরি করা খুব সহজ অনলাইনে সহজেই এই কার্ড তৈরি করা যায়। এর জন্য মোবাইল থেকে ডিজিলকার অ্যাপ ডাউনলোড করতে হবে।
সেখানে মোবাইল নম্বর ওটিপি দিয়ে যাচাই করাতে হবে। এরপর নাম, জন্মতারিখ ও প্রয়জনীয় নথি পূরণ করে নিজের ছবি আফলোড করতে হবে।
পরপর এই স্টেপগুলো ফলো করলেই আপনার অপার কার্ডতৈরি হয়ে যাবে।
এই কার্ড শিক্ষার্থীদের সঙ্গে থাকলে যে কোনও যায়গা থেকে সহজেই তারা তাঁদের কার্ড একক্সেস করতে পারবেন। আর নথি সঙ্গে নিয়ে রাখার প্রয়োজন নেই আর হারানোর ভয়ও নেই।