সংক্ষিপ্ত

  • বড়সড় দেহব্যবসার পর্দাফাঁস
  • অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার কিংপিন
  • উদ্ধার হয়েছে কয়েকজন মহিলা
  • মহিলাদের জোর করে দেহব্যবসার কাজে নামানোর অভিযোগ

ফের দেহব্যবসার চালানোর অপরাধে গ্রেফতার একাধিক ব্যক্তি। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে নেলোর থেকে ধরা পড়েছে এই চক্রের বড়সড় মাথাও। মহিলাদের জোর করে দেহব্যবসার কাজে নামানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে অনেকে যেমন গ্রেফতার হয়, তেমনই অনেক মহিলাকেও উদ্ধার করা হয়। 

জানা গিয়েছে, জাকির হুসেন ওরফে মহেশ নামে এক ব্যক্তি এই চক্রের কিংপিন। সেইই এই দেহব্যবসা চালাতো। ছোট ছোট শর্টফিল্ম করত সে। আর ছবিতে সুযোগ দেওয়ার নাম করে মেয়েদেরকে তার সঙ্গ শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করত। শুধু তাই নয়, সেই সব মেয়ে বা মহিলাদেরকে সে অন্যত্রও পাঠাতো এই কাজ করার জন্য। এভাবেই ধীরে ধীরে সে এই দেহব্যবসার কাজে ফুলেফেঁপে উঠেছিল। 

বিভিন্ন পুলিশ স্টেশনে জাকিরের বিরুদ্ধে ৬টি অভিযোগ জনা পড়েছে। অভিযোগ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। আরও অনেককে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। জাকিরের থেকে মোটর সাইকেল, কম্পিউটার, ১৪টি মোবাইল ফোন, ১২,৩০০টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কয়েকজন মহিলাও।