- Home
- India News
- 'পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরও কেন ভারত-প্যাক ম্যাচের আয়োজন?' খেলা বয়কটের ডাক আসাদুদ্দিন ওয়াইসির
'পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরও কেন ভারত-প্যাক ম্যাচের আয়োজন?' খেলা বয়কটের ডাক আসাদুদ্দিন ওয়াইসির
Asaduddin Owaisi On Ind Pak Match: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। সেই আবহে দুবাইতে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের আয়োজন নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন আসাদুদ্দিন ওয়াইসি। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কেন আয়োজন করা হচ্ছে ভারত-পাক ম্যাচ
চলতি বছরের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলায় পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। জঙ্গি নিকেশে এখনও চলছে অভিযান। এই আবহে দুবাইতে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচের আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
কী বলছেন আসাদুদ্দিন ওয়াইসি?
রবিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাতকারে ভারত-পাক ম্যাচের আয়োজন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘’দুবাইতে ভারত-পাক ম্যাচের আয়োজন নিয়ে আমি হতবাক। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন রক্ত আর জঙ্গি কখনও একসঙ্গে চলতে পারে না। সেখানে কী করে দুবাইতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে।
ভারত-পাক ম্যাচের আয়োজন নিয়ে ক্ষুদ্ধ আসাদুদ্দিন ওয়াইসি
শুধু তাই নয়, তিনি আরও বলেন, ‘’আমি খুব ভালো করেই জানি ক্রিকেট নিয়ে ভারতীয়দের মধ্যে একটা প্রেম রয়েছে। কিন্তু তাই বলে আবার পাকিস্তানের সঙ্গে খেলা! যেখানে এত গুলো নিরীহ মানুষকে স্ত্রী-সন্তানের সামনে মরতে হল। তারপরেও কী করে এই খেলার আয়োজন করা যায় তা ভেবে আমি অবাক হচ্ছি।''
শাহকে তোপ আসাদুদ্দিন ওয়াইসির
এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং বিসিসিআই-কে তোপ দাগেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জানান, যেখানে অপারেশন সিদুঁর চালানো হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে সিন্ধুজল চুক্তি। সেখানে কী করে অমিত শাহ এবং BCCI পাকিস্তানের সঙ্গে ভারতীয় দলকে ক্রিকেট খেলার অনুমতি দিলো। শুধু তাই নয়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কতটা বাড়ল সেখানের নিরাপত্তা? তা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছেন আসাদুদ্দিন ওয়াইসি।
জঙ্গি ইস্যুতে সরব আসাদুদ্দিন ওয়াইসি
এখানেই না থেমে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদ ইস্যুতে সরব হন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘’জঙ্গিদের কোনও ধর্ম হয় না। তারা সন্ত্রাসবাদ ধর্মের। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের ঘটনা কে ঘটিয়েছিল?'' এই প্রশ্ন তুলে এদিন সরব হন তিনি। একই সঙ্গে আরও জানান, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ কিংবা ঝাড়খন্ডে হামলা সবটার পিছনেই রয়েছে জঙ্গি মতাদর্শ। জঙ্গিদের হাত রয়েছে এইসব ঘটনার পিছনে।

