সংক্ষিপ্ত

বিজেপি বিধায়ক টি রাজা সিং গোশামহল থেকে জয়ী হয়েছেন বিজেপির টিকিটে। তিনি সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেছেন, তিনি AIMIM এর মুখোমুখি হতে চান না।

 

মুসলিম স্পিকারের কাছ থেকে শপথ বাক্য পাঠ করবেন না। এই দাবি তুলে তেলাঙ্গনার বিজেপির নবনির্বাচিত বিধায়করা শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে। AIMIM (এআইএমআইএম) নেতা আকবরুদ্দিন ওয়াইকে বিধানসভার প্রোটেম স্পিকার নিযুক্ত করায় তীব্র আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির। প্রোটেম স্পিকারেই দায়িত্ব নতুন বিধায়কদের শপথবাক্য পাঠা করানোর। কিন্তু বিজেপ বিধায়করা তাঁর কাছ থেকে শপথবাক্য পাঠ করতে চায় না। সবমিলিয়ে নতুন সরকার গঠনের পরই বড় ধরনের সমস্যায় মুখে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস।

বিজেপি বিধায়ক টি রাজা সিং গোশামহল থেকে জয়ী হয়েছেন বিজেপির টিকিটে। তিনি সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেছেন, তিনি AIMIM এর মুখোমুখি হতে চান না। AIMIM এর স্পিকারের কাছেও শপথ গ্রহণ করবেন না। যতদিন বেঁচে রয়েছে ততদিন তিনি শপথ নেবেন না। তিনি বলেন পূর্ণ মেয়াদের স্পিকার নিয়োগের পরই তিনি শপথবাক্য পাঠ করবেন। তিনি আরও বলেছেন, 'আমি এমন একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে শপথ নিতে পারি না যে অতীতে হিন্দু বিরোধী মন্তব্য করেছে।' তিনি নাম না করে আকবরুদ্দিন ওয়াইসির কথাই বলেছেন।

তেলাঙ্গনায় বিজেপি আটটি আসনে জিতেছে। দলের রাজ্য ইউনিটের নেতা জি কিশান রেড্ডি বলেছেন, বিজেপি ওয়াইসিকে স্পিকার নিয়োগের বিরোধিতা করেছিল। তিনি আরও বলেছেন, প্রোটেম স্পিকার হিসেবে সর্বদাই একজন প্রবীণ বিধায়ককে নিয়োগ করা হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। তিনি সাংবাদিকদের বলেছেন, 'বিজেপি বিধায়করা স্পোটেম স্পিকারে কাছে শপথ গ্রহণ করবে না। তারা শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করবে। আমাদের বিধায়করা স্পিকার নিযুক্ত হওযার পরই শপথ গ্রহণ করবেন। আমরা কখনই এজাতীয় দল (AIMIM) এর সঙ্গে যাব না।' এই বিষয়টি নিয়ে তেলাঙ্গনা বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বিজেপির আরও অভিযোগ কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিও প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মত AIMIMকে ভয় পায়। আর সেই কারণেই তাদের দল থেকেই প্রোটেম স্পিকার নিয়োগ করেছে। যদিও এই বিষয়ে এখনও কংগ্রেস বা AIMIM কোনও মন্তব্য করেনি।

রাজা ২০১৮ সালেই বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করতে অস্বীকার করেছিলেন। কারণ তখনও প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছিল AIMIM থেকেই। ওয়াইসি শনিবার প্রোটেম স্পিকার হিসেবে প্রথমে শপথ গ্রহণ করবেন। তারপরই তিনি বাকি বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন।

আরও পড়ুনঃ

PM Modi: ১ নম্বরে নরেন্দ্র মোদী , বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় আবারও সেরা প্রধানমন্ত্রী

Aditya L1: সূর্যের বর্ণালী, আদিত্য এল১ মিশনের সাফল্যের আরও একটি পদক্ষেপ 'সৌরছবি'

Mahua Moitra:'আমার ৩৯, আগামী ৩০ বছর লড়ব', এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে হুংকার মহুয়ার