সংক্ষিপ্ত

রাজ্যের অডিট দফতরের ‘গোপন’ রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছ। উল্লেখ্য, রেশন প্রকল্পের কাজকর্ম দেখার দায়িত্বে থাকা নারী ও শিশুকল্যাণ দফতর এখন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানেরই হাতে। 
 

কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশে। স্কুল পড়ুয়াদের জন্য বিনামূল্যে রেশন প্রকল্পে তথ্য বিকৃতি, উৎপাদন, সরাবরাহ-সহ গোটা ব্যবস্থাপনার কার্যত সবস্তরেই দুর্নীতির অভিযোগ উঠেছে।  রাজ্যের অডিট দফতরের ‘গোপন’ রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছ। উল্লেখ্য, রেশন প্রকল্পের কাজকর্ম দেখার দায়িত্বে থাকা নারী ও শিশুকল্যাণ দফতর এখন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানেরই হাতে। 

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অবুযায়ী রেশন প্রকল্পের আওতাভুক্ত স্কুলছুট মেয়েদের সংখ্যায় বিস্তর গন্ডগোল রয়েছে। খাতায় কলমে একাধিক হিসাব নথিভুক্ত আছে, যেমন- খাদ্যপণ্য পরিবহণের জন্য ব্যবহৃত ট্রাকও নাকি মোটরসাইকেল, অটো হিসাবে নথিভুক্ত রয়েছে সরকারের খাতায়। এই গোটা প্রক্রিয়ায় বিপুল অর্থ নয়ছয় করার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাজ্যের ৪৯.৫৮ শিশু ও মহিলাকে রেশন দেওয়া প্রশাসনের লক্ষ্য।  ৩৪.৬৯ লক্ষ ছ’মাস থেকে তিন বছর বয়সি শিশু। প্রসঙ্গত, ২০২০ সালের পরই রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানেরই হাতে রয়েছে।
সব মিলিয়ে মোট ৫৮ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে।