ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের ছবি তোলার সময় হাতে স্পার্কেল গান নিয়ে পোজ দিচ্ছিলেন ওই নবদম্পতি। তখনই কনের হাতের স্পার্কেল গানটি ফেটে যায়।

পোজ দিয়ে ছবি তুলতে চেয়েছিলেন সদ্য বিবাহিত দম্পতি। বিয়ের মঞ্চে তার জেরেই ঘটে গেল বড়সড় অঘটন। বন্দুক ফেটে আগুনের গোলা এসে লাগল কনের মুখে! শুনেই অবাক হচ্ছেন তো! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিয়ের ফটোশ্যুটকে অন্যমাত্রা দিতে গিয়ে চূড়ান্ত অঘটন ঘটে যেতে পারে, তার খেয়াল আমরা কতজন রাখি, এই ভিডিও সেই অসতর্কতারই নমুনা।

কী ঘটেছে

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের ছবি তোলার সময় হাতে স্পার্কেল গান নিয়ে পোজ দিচ্ছিলেন ওই নবদম্পতি। তখনই কনের হাতের স্পার্কেল গানটি ফেটে যায়। কার্যত কনের মুখের উপরেই বিস্ফোরণ হয়। আগুনের হলকা এসে লাগে কনের মুখে।

মুখের উপরে স্পার্কেল গানটি ফেটে যাওয়ায় আতঙ্কে ছুটে পালান ওই কনে। আশেপাশে যাঁরা ছিলেন, তাঁরাও ঘাবড়ে যান। ভিডিওটিও সেখানেই শেষ হয়ে যায়। ফলে ওই যুবতীর আঘাত কতটা গুরুতর, তা জানা সম্ভব হয়নি।

ভিডিও দেখে বোঝা গিয়েছে, কনের হাতে থাকা স্পার্কেল গানটির সামনে দিয়ে কাগজের কুচি না বেরিয়ে বন্দুকটির পিছন দিক থেকে বেরোতে শুরু করে। তখনই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন বেরিয়ে সোজা এসে লাগে কনের মুখে। মনে করা হচ্ছে বেশ ভালোমতই আহত হয়েছেন ওই কনে। তাই কোনও অনুষ্ঠানে এভাবে ছবি তোলার আগে সাবধান হওয়া যে কতটা জরুরি, তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।

এমন বিপত্তি যে ঘটতে পারে, স্বভাবতই কেউ আঁচ করতে পারেননি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও-তে গোটা ঘটনা সামনে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই ভিডিওটি কয়েক দিনের পুরনো। তব ঘটনাটি মহারাষ্ট্রে ঘটেছিল বলেই দাবি করা হয়েছে।

অনেকেই এখন প্রি ওয়েডিং শ্যুট করা, বা বিয়ের সময় অন্য কায়দায় ছবি তোলাতে চান। সাবধানতা অবলম্বন না করে ছবি তুলতে গিয়ে যে কতবড় সমস্যার মুখে পড়তে হতে পারে, তা এই ভিডিও না দেখলে কেউ বিশ্বাস করতেন না। দেখুন সেই ভাইরাল ভিডিও।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।