সংক্ষিপ্ত

তরুণের বাবা জানিয়েছেন, সে ফিরে তাঁকে চিনা সেনাদের অত্যাচারের কথা জানিয়েছে। সে বলেছেন তাঁকে নো-ম্যান্স ল্যান্ড থেকে আটক করেছিল চিনা সেনারা। সেখান থেকেই তাঁর চোখ বেঁধে চিনা সেনার ডোরায় নিয়ে যাওয়া হয়েছিল। তরুণ জানিয়েছে, সে ভুল করে এই জায়গায় চলেগিয়েছিল। 

অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) অপহৃত তরুণকে (Youth) টানা ২০৯ ঘণ্টা ধরে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। চিনা সেনারা (China Army) তাঁর ওপর অকথ্য অত্যাচার করেছিল। অপহৃত তরুণের হাত, পা আর মুখ বেঁধে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়, তরুণকে মারধর করা হয়েছে। চিনের পিপিলস লিবারেশব আর্মির (PLA) সদস্যরা তাঁকে লাথিও মেরেছে বলে অভিযোগ। 

অপহৃত তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল নিউ ইন্ডিয়া এক্সপ্রেসের সাংবাদিকরা। সেই সময়ই চিনা সেনাদের হাতে অপহৃত তরুণের বাবা এমনটাই জানিয়েন বলে দাবি করা হয়েছে সংবাদ প্রতিবেদনে। ছেলেটির বাবা জানিয়েছে, সে এখনও মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে তাঁর ছেলে। ভয়ঙ্কর সেই দিনগুলি এখনও ভুলতে পারছে না সে।  

তরুণের বাবা জানিয়েছেন, সে ফিরে তাঁকে চিনা সেনাদের অত্যাচারের কথা জানিয়েছে। সে বলেছেন তাঁকে নো-ম্যান্স ল্যান্ড থেকে আটক করেছিল চিনা সেনারা। সেখান থেকেই তাঁর চোখ বেঁধে চিনা সেনার ডোরায় নিয়ে যাওয়া হয়েছিল। তরুণ জানিয়েছে, সে ভুল করে এই জায়গায় চলেগিয়েছিল। এই এলাকা থেকে তার এক কিলোমিটার দূরে থাকার কথা ছিল। তিনি জানিয়েছেন, ছেড়ে দেওয়ার কয়েক মিনিট আগে তরুণের চোখ খোলা হয়েছিল। তরুণের বাবা জানিয়েছেন, খাবার খাওয়ার সময় ও প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার সময়ও চোখ বাঁধা থাকত। সেই সময় শুধু তার হাত খুলে দেওয়া হত। 

অপহৃত তরুণের বাবা আরও জানিয়েছে, তাঁর ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে খোঁচাও দেওয়া হয়েছিল। কিন্তু ছেলেটিকে আটকের দিনগুলি ভালো খাবার খেতে দেওয়া হয়েছিল। প্রতি দিনই তাঁর ছেলেকে মাংস খেতে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তরুণকে একটি গাড়ি করে কিবিথুতে নিয়ে যাওয়া হয়েছিল। আর হস্তান্তরের পর তিন দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কিশোরকে ফিরিয়ে দেওয়ার পর অপহৃত তরুণের আত্মীয় স্বজন  তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল। গ্রামের বাসিন্দারাও তাঁদের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে চলছে। তরুণ ক্লাস এইট পর্যন্ত রাষ্ট্রীয় বিদ্যালয়ে পড়াশুনা করেছে। তারপর পড়াশুনা ছেড়ে দেয়। চিনা সৈন্যরা ১৮ জানুয়ারি সন্ধ্যে ৬টা নাগাদ তরুণকে অপরহণ করে। যেখান থেকে অপরহণ করা হয়েছিল সেখান থেকে এই জায়গাটি প্রায় ৩০-৪০ কিলোমিটার দূরে। স্থানীয় একটি উৎসবের জন্য শিকার করতেই তরুণ জঙ্গলে গিয়েছিল। স্থানীয় প্রশাসনও জানিয়েছে গ্রামবাসীরা জীবন আর জীবিকার জন্য জঙ্গলের ওপর নির্ভরশীল। সেই কারণে তাদের জঙ্গলে যাওয়ার ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা হয় না। 

Budget 2022 Live: রাত পোহালেই আরও এক বাজেট, আর্থিক সমীক্ষা রিপোর্টে অর্থনীতির ভাবোজ্জ্বল ছবি ..

UP Elections 2022: কারহালে কাঁটি দিয়ে কাঁট তোলার চেষ্টা বিজেপির, অখিলেশের বিরুদ্ধে প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী

Budget 2022: মঙ্গলে পেশ কেন্দ্রীয় বাজেট, তার আগে দেখে নিন কী কী পেয়েছে ভারতীয় নারীরা