সংক্ষিপ্ত
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবার হামলার কবলে।
এক্স হ্যান্ডেলে সেই হামলার ভিডিও প্রকাশ করেছে আম আদমি পার্টি। আর এই ঘটনায় সরাসরি গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তারা। যদিও পাল্টা তোপ দেগেছে বিজেপিও।
আর এই হামলার পরেই বিজেপির বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে তোপ দেগেছে আপ। সেখানে তারা দাবি করেছে, “হারের ভয়ে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। নিজেদের গুন্ডাবাহিনীকে ব্যবহার করে কেজরিওয়ালের উপর হামলা চালিয়েছে ওরা।”
এরপর আপের তরফ থেকে সরাসরি অভিযোগ করা হয়, “নির্বাচনী প্রচার করার সময় অরবিন্দ কেজরিওয়ালের উপর ইট-পাথর দিয়ে হামলা চালায় বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার গুন্ডাবাহিনী। তাদের উদ্দেশ্য ছিল, যাতে কেজরিওয়ালকে গুরুতর আহত করা যায় এবং তিনি নির্বাচনী প্রচার না করতে পারেন। তবে বিজেপি, তোমাদের এই হামলায় ভয় পাওয়ার পাত্র কেজরি নন। দিল্লীর জনতা তোমাদের কড়া জবাব দেবে।”
যদিও আপের প্রতিক্রিয়ার পর উল্টে কেজরির দিকেই অভিযোগের আঙুল তুলে সরব হয়েছে বিজেপি। নয়াদিল্লী আসনের বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা অভিযোগ করেন, “কেজরির কালো রংয়ের গাড়ি আমাদের কর্মীকে ধাক্কা মেরে চলে গেছে। এই হামলার জেরে তাঁর পা ভেঙে গেছে। আমি নিজে এখন তাঁকে দেখতে যাচ্ছি।”
সেইসঙ্গে, আপকে তোপ দেগে তিনি বলেন, “গত ১১ বছর ধরে দিল্লীতে আপের সরকার চলছে। এই দীর্ঘ সময়ে এরা দিল্লিতে দুর্নীতি ছাড়া আর কিছুই করেনি। গোটা দিল্লীকে ওরা শেষ করে দিয়েছে। মানুষের আছে আবেদন, এবার এদের এবার উপড়ে ফেলে দিন।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।