সংক্ষিপ্ত
কেরলে ফের সরকারিপন্থীদের নিশানায় এশিয়ানেট নিউজ। এবার কভার স্টোরি-কে নিশানা করে অশালীন ভাষায় আক্রমণ শানানো হয়েছে। যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এশিয়ানেট নিউজ
সমস্ত শালীনতার সীমা লঙ্ঘন করে ফেললেন এক প্রাক্তন বিচারক। এশিয়ানেট নিউজের এক্সিকিউটিভ এডিটর সিঁধু সূর্যকুমারকে সোশ্যাল মিডিয়ায় কদর্যভাষায় আক্রমণ করেন এস সুদীপ নামের এই প্রাক্তন সাব-জাজ। একজন বিচারকের এমন অশালীন পোস্টে স্বাভাবিকভাবেই কড়া প্রতিক্রিয়া তৈরি করেছে সাংবাদিক মহলে। অধিকাংশ সাংবাদিক এবং নেটিজেনরা এস সুদীপের এই পোস্টের বিরোধিতাই শুধু করেননি, সেই সঙ্গে একজন বিচারকের মানসিকতার বিরুদ্ধেও সওয়াল করেছেন। যদিও, এস সুদীপ এতকিছুর পরও থামার কোনও লক্ষণ দেখাচ্ছেন না। তিনি যেনতেন প্রকারে এশিয়ানেট নিউজের এক্সিকিউটিভ এডিটর সিধু সূর্যকুমারকে নিশানা করতে বদ্ধপরিকর। এস সুদীপ একজন বামপন্থী মনোভাবাপন্ন এবং বর্তমানে কেরলে ক্ষমতাসীন বাম সরকারের খুব কাছের লোক বলেই পরিচিত। গত কয়েক মাস ধরেই এশিয়ানেট নিউজ কেরলে বুকে তুলে ধরেছে একের পর দুর্নীতি এবং বাম রাজনীতির সঙ্গে মাফিয়াদের যোগসাজোশের কথা। আর তার জেরেই গত কয়েক মাস ধরে বিভিন্ন প্রকারে সরকারি দমন-পীড়নের সামনে পড়ছে এশিয়ানেট নিউজ নেটওয়ার্ক এবং তাঁর সঙ্গে যুক্ত সাংবাদিকরা। এশিয়ানেট নিউজ অশুভ-র বিরুদ্ধে লড়াই করছে এবং তাদের এই লড়াই জারি থাকবে।
এস সুদীপ-এর মতো লোকেদের অবস্থান বরাবর প্রশ্নের মধ্যে পড়েছে। কারণ, যখন কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মেনস্ট্রিম মিডিয়া এবং অনলাইন মিডিয়ার বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েছেন তখন এই এস সুদীপরা মুখে কুলুপ এঁটেছিলেন। অথচ, গত কয়েক মাস ধরে যেভাবে কেরলে মেনস্ট্রিম মিডিয়া ও অনলাইন মিডিয়ার উপরে সরকারি দমন-পীড়ন হয়েছে তা হয়তো স্বাধীন ভারতের সাংবাদিকতার ইতিহাসে এক এমার্জেন্সি পিরিয়ড বাদ দিলে কোনও দিনই হয়নি।
এশিয়ানেট নিউজ তার সাংবিদকতার শপথকে সুরক্ষিত করতে বারবার উঠে দাঁড়িয়েছে। এমনকী এশিয়ানেট নিউজ তার এক্সিকিউটিভ এডিটর সিধু সূর্যকুমার এবং আর সমস্ত সাংবাদিক যারা এই লড়াইয়ে প্রত্যক্ষভাবে সামিল রয়েছে তাদের পাশেই দাঁড়িয়েছে এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এস সুদীপের মতো ব্যক্তি যারা নিজেদের পদমর্যাদাকে ভাঙিয়ে এই দমন-পীড়নের সহায়ক ভূমিকা পালন করতে চাইছেন তাঁদের বিরুদ্ধেও যে এশিয়ানেট নিউজের লড়াই জারি থাকবে তাতে কোনও সন্দেহ নেই।
এশিয়ানেট বরাবরই স্ট্রেট-বোল্ড এবং রিলেন্টলেস-এর শপথ নিয়ে প্রায় তিন দশক ধরে সাংবাদিকতায় এক নতুন দিশা তৈরি করেছে। এই শপথের বাংলা তর্জমা করলে দাঁড়ায়- সোজাসাপটা-সাহসী এবং সদর্থক। এশিয়ানেট নিউজ তাদের এই শপথের থেকে কোনওভাবেই বিচ্যুত হবে না।
২০২১ সালে বিতরর্কিত সবরীমালা অধ্যায়ে বিতর্কের সামনে পড়েছিলেন। কেরলের হাইকোর্টে তাঁর বিরুদ্ধ একটি অনুসন্ধানও চালায় এবং এই অনুসন্ধানের জেরেই সুদীপ পরবর্তী সময়ে তাঁর পদ থেকে পদত্যাগ করেছিলেন। এশিয়ানেট নিউজের এক্সিকিউটিভ এডিটর সিধু সূর্যকুমারের সাপ্তাহিক টিভি শো কভার স্টোরি-তে সম্প্রতি সরকারেরর বিভিন্ন দ্বিচারিতা ও অনৈতিক কাজকর্মকে তুলে ধরা হয়েছিল। আর তারপরেই দেখা যায় সুদীপ তাঁর ফেসবুক পেজে অশালীনভাবে সিঁধু সূর্যকুমারকে নিশানা করেছেন। এই আক্রমণ শালীনতার সীমা এতটাই লঙ্ঘন করেছে যে এই সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া কোনও রাস্তা ছিল না।
এশিয়ানেট নিউজ-এর টেলিভিশন নিউজ শো-এর একটা অন্যতম জনপ্রিয় প্রোগ্রাম এই কভার স্টোরি। এই অনুষ্ঠানটিতে মূলত সরকারের দ্বিচারিতা এবং অনৈতিকতাকেই তুলে ধরা হয়। সংবিধানের চতুর্থ স্তম্ভের অধিকারের নথিভুক্ত থাকা সাংবাদিকতার এটাও একটা দিক যে সমাজের খারাপ কে তুলে ধরা এবং সরকারের সমালোচনা করা যাতে মানুষের হিতে ভালোর একটা ভারসাম্য তৈরি হয়। কিন্তু, যারা সবসময়ই একচোখা বা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত কিছু বিচার-বিবেচনা করেন তাদের কাছে এই অনুষ্ঠান স্বাভাবিকভাবেই খুব একটা স্বস্তিদায়ক নয়।
আরও পড়ুন- কেরল সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, প্রয়াত মেজর জেনারেলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
আরও পড়ুন- বড়সড় স্বস্তি! ভাড়া কমছে বন্দে ভারত সহ একাধিক ট্রেনের এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের
সুদীপ তাঁর ফেসবুক পোস্টে যেভাবে এশিয়ানেট নিউজের কভার স্টোরি-কে আক্রমণ করেছেন তা খুবই নিন্দাযোগ্য। বিশেষ করে সুদীপের মতে কভার স্টোরি-তে পরিবেশন করা তথ্য ভুলে ভরা এবং এটা একটা অযোগ্য অনুষ্ঠান। এখানে কল্পিত তথ্যের পরিবেশন হচ্ছে বলেও মন্তব্য করেছেন সুদীপ এবং সেই সঙ্গে তিনি সিধু-র সাংবাদিকতা নৈতিকতাকেও আক্রমণ করেছেন। এমনকী সুদীপের এই পোস্ট আম জনতার চোখের সামনে এশিয়ানেট নিউজ-এর দায়বদ্ধতা ও এর নেতৃত্বে থাকা ব্যক্তিদের দক্ষতাকেও নিশানা করেছে। কোনও তথ্য-প্রমাণ ছাড়া যেভাবে সুদীপ একটি ফেসবুক পোস্টে এক কল্পিত গল্পের রচনা করেছেন তার বিরুদ্ধে এশিয়ানে নিউজ প্রতিবাদ জানাচ্ছে শুধু নয়, যারা সাংবাদিকতা এবং তার সদর্থতা ও সত্যতাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখার কথাও জানাচ্ছে।.