- Home
- India News
- Ayodhya Ram Mandir: হলুদ কাপড়ে বাঁধা রয়েছে চোখ, রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হল শ্রী রামের মূর্তি
Ayodhya Ram Mandir: হলুদ কাপড়ে বাঁধা রয়েছে চোখ, রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হল শ্রী রামের মূর্তি
- FB
- TW
- Linkdin
২২ জানুয়ারি খুলে যেতে চলেছে উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের দরজা।
১১ দিন আগে থেকে পুজোর জন্য বিশেষ আচার পালন করা শুরু করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে পূজার্চনার রীতি-রেওয়াজ। তার আগে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হল ভগবান শ্রী রামের মূর্তি।
প্রাণ প্রতিষ্ঠার জন্য নির্বাচিত হয়েছে দক্ষিণী শিল্পী অরুণ যোগীরাজের তৈরি করা ৫ বছর বয়সি রামের মূর্তিটি। সেই মূর্তিকেই স্থাপন করে হলুদ কাপড়ে বেঁধে রাখা হল চোখ।
২২ জানুয়ারি খুলে দেওয়া হবে ভগবান শ্রী রামের মূর্তির চোখ। এই রীতির নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ।
জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে, ঈশ্বরের চোখ আর ভক্তের চোখ যখন মিলিত হয়ে যায়, তখন ঈশ্বর ভক্তের ভক্তির টানে তাঁর পিছু পিছু চলে যেতে উদ্যোগী হন।
রাম মন্দিরে ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করার আগেই যদি মূর্তির চোখ খুলে রাখা হয়, তাহলে ভগবান শ্রী রাম নিজের ভক্তদের পিছু নিয়ে মন্দির ছেড়ে অন্যত্র চলে যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রের এই বিশ্বাস মাথায় রেখেই আপাতত বন্ধ রাখা হবে ভগবানের মূর্তির চোখদুটি।
২২ জানুয়ারি সম্পূর্ণরূপে প্রাণ প্রতিষ্ঠার পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর খুলে দেওয়া হবে শ্রী রামের চোখের বাঁধন।