- Home
- India News
- Bank Holidays: প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা
Bank Holidays: প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা
সেপ্টেম্বর মাসে উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ওনম, দুর্গাপুজো, ঈদ-এ-মিলাদ সহ নানান উৎসব উপলক্ষ্যে আঞ্চলিক ছুটিও থাকবে।

অগাস্ট শেষ না হতেই প্রকাশ্যে এল সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা। এই মাস জুড়ে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রকাশ্যে এল সেই তালিকা। ওনম, দুর্গাপুজো, ঈদ-এ-মিলাদ, নবরাত্রি থেকে শুরু করে নানান উৎসব আছে এই সময়। এরই সঙ্গে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার থাকে ব্যাঙ্ক বন্ধ।
আজ দেখে নিন ঠিক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএউসি ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলোতে আছে আঞ্চলিক ছুটি। দেখে নিন ছুটির তালিকা।
৩ সেপ্টেম্বর (বুধবার)- রাঁচিতে কর্ম পুজো উপলক্ষ্যে ছুটি।
৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)- কোচি, তিরুবনন্তপুরমে প্রথম ওনাম উপলক্ষ্যে ছুটি।
৫ সেপ্টেম্বর (শুক্রবার)- আহেমাদাব, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজওয়াড়ায় ইদ-ই-মিলাদ/ মিলাদ-উন-নবী / তিথি উপলক্ষ্যে ছুটি।
৬ সেপ্টেম্বর (শনিবার)- গ্যাংটক, জম্মু, রায়পুর, শ্রীনগরে ইদ-ই-মিলাদ বা ইন্দ্রযাত্রার কারণে ছুটি।
১২ সেপ্টেম্বর (শুক্রবার)- জম্মু, শ্রীনগর- ঈদ ই-মিলাদ-উল-নবীর কারণে ছুটি থাকবে।
২২ সেপ্টেম্বর (সোমবার)- জয়পুরে নবরাত্রি স্থাপন উপলক্ষ্যে ছুটি।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)- জম্মু, শ্রীনগরে মহারাজা হরি সিং জি-র জন্মদিন উপলক্ষ্যে ছুটি।
২৯ সেপ্টেম্বর (সোমবার)- আগরতলা, গ্যাংটক এবং কলকাতায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে মহা সপ্তমী ও দুর্গা পুজো উপলক্ষ্যে ছুটি।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)- কলকাতা, পাটনা, রাঁচি, আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল,জয়পুর, গুয়াহাটিতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। মহাঅষ্টমী ও দুর্গাপুজোর কারণে ছুটি থাকবে।
তেমনই সেপ্টেম্বর জুড়ে একাধিক ছুটি আছে স্কুলগুলোতেও। সেপ্টেম্বরে আছে বিশ্বকর্মা পুজো, মহালয়া, নবরাত্রি, দুর্গা পুজোর মতো নানান উৎসব। আর এই সবের মহালয়ার পর থেকেই শুরু হয়ে যাবে পুজোর ছুটি। লক্ষ্মী পুজোর পর খুলবে স্কুল।

