- Home
- India News
- UPS: পেনশন প্ল্যান করার আগে অবশ্যই জেনে রাখুন এই বিষয়গুলি, নয়া এই স্কিমে আর্থির লাভ না ক্ষতির মুখে পড়বে কর্মীরা
UPS: পেনশন প্ল্যান করার আগে অবশ্যই জেনে রাখুন এই বিষয়গুলি, নয়া এই স্কিমে আর্থির লাভ না ক্ষতির মুখে পড়বে কর্মীরা
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হচ্ছে ইউনিফায়েড পেনশন সিস্টেম (ইউপিএস), যা ১ এপ্রিল থেকে কার্যকর। যোগ্য কর্মীরা ৩০ জুন পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন এবং অবসরের পর একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন।
- FB
- TW
- Linkdin
)
জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফায়েড পেনশন সিস্টেম চালু করতে চলেছে কেন্দ্র।
যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩০ জুন পর্যন্ত ইউনিফাইড পেনশন স্কিম (ইউপিএস) তে নাম নথিভুক্ত করতে পারবেন, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১ এপ্রিল থেকে কার্য হচ্ছে এই নিয়ম। ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় এই সিস্টেম এক সেরা বিকল্প হয়ে উঠছে।
যে সব কেন্দ্রীয় সরকারি কর্মীয়া UPS চালু হওয়ার আগেই অবসরে যাবেন, তাঁরাও এই স্কিমের অধীনে থাকবেন।
যারা ৩১ মার্চ, ২০২৫ তারিখে বা তার আগে মৌলিক নিয়ম ৫৬(j) এর অধীনে অবসর নিয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন বা অবসর নিয়েছেন।
সেই সমস্ত কর্মী ইতিমধ্যেই এই সিস্টেমের অধীনে নাম রেজিস্টার করিয়েছেন তারাই একমাত্র এর সুবিধা পাবেন।
এই স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের পর একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন দেবে সরকার।
ইউনিফায়েড পেনশন সিস্টেম-এর অধীনে কেন্দ্রীয় নাম নথিভুক্ত করার জন্য, যোগ্য কর্মীরা ১ এপ্রিল, ২০২৫ থেকে প্রোটিন সিআরএ পোর্টাল (https://npscra.nsdl.co.in) এর মাধ্যমে অনলাইনে তাদের রেজিস্টার এবং ফর্ম জমা দিতে পারবেন।
এই স্কিমের আওতায় আসা কর্মীরা একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন প্রতি মাসে পাবেন।
ওপিএস-এর খামতিগুলি পূরণ করতেই সাধারণত এই সিস্টেম চালু করেছে কেন্দ্র। যাতে কর্মীদের অবসরের পরেও আর্থিক নিরাত্তা বজায় থাকে।
এছাড়াও মাসিক টপআপের সুবিধাও পাবেন কর্মীরা। অ্যানুইটি উইথড্রলের পরেও এই টপআপের সুবিধা পাবেন কর্মীরা।
এর ফলে তারা প্রভিডেন্ট এর ফান্ডের সুদের হার অনুসারে বকেয়া টাকা এরিয়ার হিসেব মিলবে।