- Home
- India News
- Government Plan: সেরা খবর! ভ্রমণ এবার হবে প্রায় বিনামূল্যে ! প্রবীণদের জন্য দারুণ খবর দিল সরকার
Government Plan: সেরা খবর! ভ্রমণ এবার হবে প্রায় বিনামূল্যে ! প্রবীণদের জন্য দারুণ খবর দিল সরকার
১৫ জুন থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু করতে চলেছে সরকার। ট্রেন, বাস এবং নির্বাচিত ফ্লাইটে এই সুবিধা পাওয়া যাবে। আধার কার্ড, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয়পত্রের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা যাবে।
111

Image Credit : our own
এবার প্রবীণদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল সরকার। ১৫ জুন থেকে আসছে বিরাট বদল।
211
Image Credit : our own
এমনটাই শোনা যাচ্ছে যে, ভারতীয় নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ সুবিধা চালু হচ্ছে ১৫ জুন থেকে।
311
Image Credit : iSTOCK
কেন্দ্রীয় সরকারের নেওয়া এই নয়া সিদ্ধান্ত অনুসারে এবার থেকে প্রতি মাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন প্রবীণরা।
411
Image Credit : our own
এবার থেকে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে তারা। সব মিলিয়ে ১৫ জুন থেকে বিরাট পরিবর্তন আসছে সিনিয়র সিটিজেনদের জীবনে।
511
Image Credit : our own
বিশেষজ্ঞদের মতে, এই স্কিম কেবল তাদের জীবনযাত্রার মান উন্নত করবে না, সমাজকে আরও সংবেদনশীল করে তুলবে।
611
Image Credit : Freepik@robiulcc2
১৫ জুন থেকে আসছে এই বিরাট বদল। এই স্কিম সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্নের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
711
Image Credit : social media
এই সুবিধা পেতে প্রয়োজন কেবল আধার কার্ড, পেনশন বই বা প্রবীণ নাগরিক পরিচয় পত্র।
811
Image Credit : Twitter
এই প্রকল্পরের আওতায় আসবে ট্রেনের জেনারেল ও স্লিপার ক্লাস, সরকারি বাস, নির্বাচিত অভ্যন্তরীন ফ্লাইটে বিনামূল্যে বা ছাড়ে ভ্রমণ করা যাবে।
911
Image Credit : our own
এমনকি বাস স্ট্যান্ডে আধার কার্ড দেখিয়ে টিকিট পাওয়া যাবে, আর ফ্লাইটের জন্য বিমান সংস্থার ওয়েবসাইটে সিনিয়র ট্রাভেল স্কিম বেছে নিন। এক্ষেত্রে মোবাইল ওটিপি ব্যবহাপ করতে হবে।
1011
Image Credit : our own
ফ্লাইটের আসন সীমিত হওয়া বুকিং করতে হবে আগে থেকে। সঙ্গে ভ্রমণের সময় বহন করতে হবে পরিচয় পত্র।
1111
Image Credit : our own
এই সুবিধা পেতে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে যান। সেখানে সিনিয়র সিটিজেন স্কিম নির্বাচন করে আধারের মাধ্যমে বয়স যাচাই করতে হবে।
Latest Videos

