১৫ই অগাষ্টের আগেই মিলবে সুখবর! ফের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা (State Government Worker’s)।
মাঝে সরকার কয়েক দফায় ডিএ (DA) বৃদ্ধি করলেও নিজেদের দাবিতে অনড় তারা। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই মামলা।
এরই মাঝে শোনা যাচ্ছে স্বাধীনতা দিবসের পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে বড় ঘোষণা করা হবে।
রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে তেলাঙ্গানার সরকার। যদিও ঠিক কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে সেই নিয়ে এখনও কিছু বলা হয়নি।
শোনা যাচ্ছে বিষয়টি নিয়ে খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারপর আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে।
সূত্রের খবর, সম্প্রতি শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে ১৫ অগস্টের পরেই রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে চলেছে। যা শুনে বেজায় খুশি সরকারি কর্মীরা।
তবে কেবল ডিএ-ই নয়, মুখ্যমন্ত্রীর উপদেষ্টার কাছে শিক্ষকদের আর্জি ছিল, পদোন্নতি এবং বদলি নিয়ে যে যে বিষয়গুলি পড়ে আছে, সরকার যাতে সেগুলির বিবেচনা করে দ্রুত সমাধান করে।
জানা গিয়েছে সেই সমস্ত দাবি পূরণেরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপদেষ্টা নরেন্দর রেড্ডি।
যদিও ঠিক কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে সেই নিয়ে এখনও কিছু বলা হয়নি। তবে খুব শীঘ্রই সরকার এই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে।