Bihar Exit Polls 2025: বিহারে এবারের বিধানসভা নির্বাচনের ফল এখনও ঘোষণা হয়নি। তবে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে। বিরোধী জোট মহাগঠবন্ধন বুথ ফেরত সমীক্ষার ফল মানতে নারাজ। তারা হিংসা ছড়ানোর হুমকিও দিচ্ছে।

DID YOU
KNOW
?
বিহারে ফের হিংসা?
আরজেডি নেতা সুনীল সিং বিহারে হিংসার হুমকি দেওয়ার পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Bihar Assembly Elections 2025: বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন আরজেডি-র (RJD) একাধিক নেতা-কর্মী হিংসার হুমকি দিয়েছিলেন। এবার ভোট গণনা ও ফল প্রকাশের আগে ফের মারাত্মক হুঁশিয়ারি দিলেন আরজেডি নেতা সুনীল সিং (Sunil Singh)। তিনি বলেছেন, ‘২০২০ সালে আমাদের অনেক প্রার্থীকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। আমাদের যে নেতা-কর্মীরা এবার ভোট গণনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন তাঁদের আমি অনুরোধ করেছি, জনগণ যাঁদের পক্ষে রায় দিয়েছেন তাঁদের যদি আপনারা হারিয়ে দেন, তাহলে নেপাল (Nepal), বাংলাদেশ (Bangladesh) ও শ্রীলঙ্কার (Sri Lanka) রাস্তায় যে দৃশ্য আপনারা দেখেছেন, বিহারের রাস্তাতেও সেই দৃশ্য দেখা যাবে।’ শুক্রবার বিহারে ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে। তার আগে আরজেডি নেতার এই হুমকিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্ররোচনামূলক বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরজেডি হেরে গেলেই হিংসা!

সুনীল আরও বলেছেন, ‘আপনারা দেখবেন, সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়বেন। আমরা এ বিষয়ে অত্যন্ত সতর্ক আছি। আপনাদের কাছে আমরা আর্জি জানাচ্ছি, এমন কিছু করবেন না যা জনগণের আবেগের বিপক্ষে যায়। এমন কিছু করবেন না যা জনগণ মেনে নেবে না। আমরা ১৪০ থেকে ১৬০ আসন পাচ্ছি। তেজস্বী যাদবের (Tejashwi Yadav) নেতৃত্বে নতুন সরকার গঠন করা হবে।’

রাত পোহালেই বিহারে ফল

বুথ ফেরত সমীক্ষা যদি ইঙ্গিত হয়, তাহলে এনডিএ-ই বিহারে ক্ষমতায় থাকছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-কে ১৫০-এর কাছাকাছি আসন দেওয়া হয়েছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, ১০০ আসনের গণ্ডি পেরোতে পারবে না মহাগঠবন্ধন। কিন্তু আরজেডি নেতা-কর্মীরা ভোটের ফল প্রকাশের আগেই খেপে উঠেছেন। তাঁরা যে কোনও উপায়ে ক্ষমতা দখল করতে চাইছেন। এর জন্য প্রয়োজনে হিংসার পথ অবলম্বন করতেও তৈরি আরজেডি। সুনীলের মন্তব্যে সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে। হিংসা রুখতে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।