- Home
- West Bengal
- West Bengal News
- অনলাইনে মিলবে এসআইআর-এর এনুমারেশন ফর্ম, কীভাবে আবেদন জানাবেন? জানুন এক ক্লিকে
অনলাইনে মিলবে এসআইআর-এর এনুমারেশন ফর্ম, কীভাবে আবেদন জানাবেন? জানুন এক ক্লিকে
WB SIR Update: বাংলায় চালু এসআইআর। কবে থেকে মিলবে এনুমারেশন ফর্ম? বিস্তারিত তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

অনলাইনে মিলবে এনুমারেশন ফর্ম
নানা টালবাহানার পর অবশেষে রাজ্য জুড়ে চালু এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। ৪ নভেম্বর থেকেই বাড়ি-বাড়ি যাচ্ছেন বিএলও-রা। তবে এবার অনলাইনেও মিলবে এই এনুমারেশন ফর্ম। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে অনলাইনে মিলবে এই ফর্ম। এই সংক্রান্ত বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
কীভাবে অনলাইনে পাবেন এনুমারেশন ফর্ম?
অনলাইনে এনুমারেশন ফর্ম ডাউনলোড করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই মিলবে সেই ফর্ম। এছাড়াও এই সমস্ত কাজের জন্য নির্বাচন কমিশনের একটি অ্যাপ রয়েছেছে। সেই অ্যাপেও করা যাবে এসআইআর সংক্রান্ত যাবতীয় কাজ।
চালু কমিশনের ওয়েবসাইট
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে (https://ceowestbengal.wb.gov.in/) অনলাইন এনুমারেশন ফর্ম মিলবে। কমিশনের অ্যাপ ইসিআইনেট-এ গিয়েও কেউ চাইলে ওই ফর্ম পূরণ করতে পারেন। এই বিষয়ে কমিশনের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন যে, ‘’ফর্মগুলি অনলাইনে চলে এলে, যাঁরা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন। প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে। বিএলওদের সামনে বসে অফলাইন মাধ্যমে যে ভাবে ফর্ম পূরণ করতে হত, সে ভাবেই অনলাইনে করতে হবে। এর পর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে।''
কাদের জন্য এই অনলাইন ব্যবস্থা?
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, যারা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন বা ভিনরাজ্যে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই যাবতীয় তথ্য নিজেদের এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারবেন আবেদনকারীরা।
শুরু এনুমারেশন ফর্ম বিলির কাজ
এদিকে গত ৪ নভেম্বর থেকে ভোটারদের তথ্য যাচাইয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিএলও-রা। বাড়ি বাড়ি ঘুরে কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা পর্যন্ত রাজ্যে ১ কোটি ১০ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে।

