Chhattisgarh train accident: ফের ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ছত্তীশগড়ের বিলাসপুর (Bilaspur)। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকার্য।

DID YOU
KNOW
?
ফের ট্রেন দুর্ঘটনা
ছত্তীশগড়ের বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। বেশ কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Bilaspur Train Accident: দেশে ফের বড় ট্রেন দুর্ঘটনা। ছত্তীশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে মালগাড়িতে ধাক্কা মারল যাত্রীবাহী ট্রেন। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ছত্তীশগড়ের বিলাসপুর জেলায় লাল খাদান অঞ্চলের কাছে দুর্ঘটনাটি ঘটে। মালগাড়িটি লাইনেই দাঁড়িয়েছিল। সেই সময় যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে। সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায়। এই ঘটনায় যাত্রীবাহী ট্রেনে থাকা লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ির বেশ কয়েকটি বগিও। সেই সঙ্গে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে রেলের সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

শুরু হয়েছে উদ্ধারকার্য

ইতিমধ্যেই উদ্ধারকারী দল, আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। জোরকদমে চলেছে উদ্ধারকাজ। রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হয়েছে। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ঘুরপথেও পাঠানো হয়েছে কয়েকটি ট্রেনকে। তবে কী কারণে দু’টি ট্রেনের সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ উদঘাটনে শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

শোকপ্রকাশ ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রীর

ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই (Vishnu Deo Sai) 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক। আমি বিলাসপুরের জেলাশাসকের কাছ থেকে এই দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছি। ওঁকে অবিলম্বে সহায়তা ও ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। এই কঠিন সময়ে দুর্ঘটনার শিকার হওয়া পরিবারগুলির পাশে আছে রাজ্য সরকার। রেল ও প্রশাসনের দল দ্রুত উদ্ধারকার্য শুরু করেছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।’

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।