- Home
- India News
- 'আপের দুর্নীতি এবং শিশমহল', সোশ্যাল মিডিয়ায় উপগ্রহ চিত্র পোস্ট করে কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপির
'আপের দুর্নীতি এবং শিশমহল', সোশ্যাল মিডিয়ায় উপগ্রহ চিত্র পোস্ট করে কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপির
Kejriwal Sheesh Mahal Controversy: শিশমহল বিতর্কে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার নিজের রাজ্য ছেড়ে পাঞ্জাবে তার স্বপ্নের শিশমহল গড়ে বিতর্কে জড়িয়েছেন আপ সুপ্রিমো। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কেজরির স্বপ্নের শিশমহল
আবগারি দুর্নীতি থেকে শিশমহল। এ যেন কেজরিওয়াল যেখানে বিতর্ক সেখানে। এবার স্বপ্নের বিলাসবহুল শিশমহল তৈরি করে বিতর্কে জড়ালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযোগ সরকারি টাকায় নিজের শখ মেটাতে প্রাসাদপম বাংলা বানিয়েছেন এই আপ নেতা। এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের (BJP)।
কোথায় শিশমহল বানালেন অরবিন্দ কেজরিওয়াল
জানা গিয়েছে, তবে এবার আর দিল্লি নয়। পার্শ্বর্বর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের এলাকায় পাঞ্জাবে এবার নিজের স্বপ্নের পাঁচতারা হোটেলের কায়দায় বিলাসবহুল এই বাংলো বানিয়েছেন তিনি। আর এই বাংলো বানানোর পিছনে পুরো টাকাটাই নাকি তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ব্যবহার করেছেন। বিজেপির তরফে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে কেজরিকে নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা।
কত একর জমির ওপর বাংলো তৈরি করেছেন?
সূত্রের খবর, পাঞ্জাবে প্রায় ২ একর জমির উপর এই প্রাসাদপম বাংলো তৈরি করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযোগ, আম আদমি পার্টি (AAP) দিল্লিতে ক্ষমতায় না থাকলেও পাঞ্জাবের শাসনভার এখনও আপের হাতেই। ফলে বিজেপির অভিযোগ, এই বাংলো তৈরি করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের রাজ্য সরকারের টাকা ব্যবহার করেছেন তিনি।
উপগ্রহ চিত্র পোস্ট বিজেপির
সরকারি টাকা নয়ছয় করে কেজরিওয়াল যে পাঞ্জাবে সাততারা হোটটেলের কায়দায় বাংলো বানিয়েছেন তার সত্যতা প্রমাণে বিজেপির তরফে একটি উপগ্রহ চিত্র পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিজেপি দাবি করে বলে, ‘’দিল্লির শিশমহল খালি করার পর, এবার পাঞ্জাবে কেজরিওয়াল নিজের জন্য দুর্দান্ত ‘শিশমহল’ তৈরি করেছেন। দু’একর জমির উপর তৈরি এই সরকারি বাংলোয় নানা ধরনের সুবিধা রয়েছে।''
সুপার সিএম কটাক্ষ
এখানেই শেষ নয়। দিল্লির পর পাঞ্জাবে কেজরিওয়ালের এই বাংলোর ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তাঁকে ‘সুপার সিএম’ বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ফলে স্বাভাবিক ভাবে ভোটের আগে পদ্ম শিবিরের কাছে ফের অস্ত্র হতে চলেছে আপের দুর্নীতি এবং শিশমহল।

